রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

বিনোদন

রেকর্ডসংখ্যক নাটকে রেশমী

নিউজজি প্রতিবেদক  জুলাই ২১, ২০২১, ১১:২৬:৩৩

731
  • রেশমী। ছবি: ফেসবুক

অভিনেত্রী রেশমী। নাটকে বিভিন্ন চরিত্রে রূপদান করেন তিনি। কখনো মা, কখনো ভাবি, কখনো বড় বোন কিংবা অন্য কোন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাকে। বিভিন্ন চরিত্রে অভিনয় করে এরই মধ্যে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবারের ঈদে রেশমীকে দেখা যাবে রেকর্ডসংখ্যক প্রায় ত্রিশটির মতো নাটকে।

ঈদে প্রচার হতে যাওয়া রেশমী অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে- ফরিদুল হাসানের ‘অবিবাহিতদের জন্য প্রবেশ নিষেধ’, ইমরাউল রাফাতের ‘অভিশাপ’, মিলন ভট্টাচার্যের ‘নয়নতারা স্টোর’, আলক হাসানের ‘ব্লেড লাইলি ভার্সেস ঘুড়ি মাস্টার’  ও ‘ভাইজান’, ভিকি জাহেদের  ‘প্রিয় আদনান’, তারেক রহমানের ‘বখাটে প্রেমিক’, সরদার রোকনের ‘ব্যাচেলরের স্বপ্ন’, ‘বাবু’ ও ‘বিয়ে করলে সব ঠিক’।

আাসাদের ‘তুমি কোন গগনের তারা’ ও ‘অন্তরীপ প্রডাকশন’, সাইফ চন্দনের ‘পোস্টার’, হাবিব শাকিলের ‘সৎ মা’, রাফাত মজুমদার রিংকুর ‘স্রোতের বিপরীতে’ ও ‘এমন যদি হত’, বর্ণ নাথের ‘আজ মায়ের বিয়ে’, ফজলুল হকের ‘বদ অভ্যাস’, কামরুল হাসান ফুয়াদের ‘বহুরুপি’, তমাল মাহবুবের ‘হোম ডেলিভারি’।

তারেক হাসানের ৭ পর্বের ধারাবাহিক ‘রুপকথা’,  অপুর্ব আনিমের ’কপাল’, মোহাম্মদ ফরিদুদ্দিনের ‘টেক্সি’ ও ‘স্বপ্ন তোমার জন্য’, ইদ্রিস হায়দারের ‘ক্রাইসিস’, বাবুর ‘শ্বশুরবাড়ির কুরবানী’ ও ‘জল প্রেমিক’।

এ প্রসঙ্গে নিউজজি’কে রেশমী বলেন, ‘প্রতিটি নাটকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবে। গল্পেও রয়েছে বৈচিত্র্য। আশা করছি করোনার এ সময়ে নাটকগুলো দর্শক উপভোগ করবেন।’

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন