মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১৩ জিলকদ ১৪৪৫

বিনোদন

আত্মবিশ্বাসী সুচি

নিউজজি প্রতিবেদক  নভেম্বর ২, ২০২২, ১৫:৩৯:২৯

324
  • আত্মবিশ্বাসী সুচি

আশা-আকাঙ্খায় তারা মানুষ, প্রেম-প্রীতি ভালোবাসায়ও তারা মানুষ, তবুও তারা যেন মানুষ নয়, মানুষেরই ভগ্নাংশ মাত্র। তারা রোহিঙ্গা। নিজ দেশে নির্যাতিত, ধর্ষিত, নিপীড়িত এবং রাষ্ট্র ও নাগরিকত্বের পরিচয়হীন এক বিধ্বস্ত জনপদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে মর্মান্তিকভাবে নির্যাতিত হয়ে প্রাণ বাঁচানোর জন্য আশ্রয়ের জন্য ছুটে আসা এই জনপদকে নিয়ে পরিচালক অহিদুজ্জামান ডায়মন্ড নির্মাণ করেছেন সিনেমা ‘রোহিঙ্গা’। এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জান্নাত আক্তার সুচি। তার চরিত্রটির নাম ধলাবি।

তিনি বলেন, ‘আমি যখন আমার নিজের পোষাক ছেড়ে ধলাবি চরিত্রের পোষাক পরতাম তখন আমি পুরোপুরিভাবে রোহিঙ্গাদের একজন হয়ে যেতাম। রোহিঙ্গাদের ভাষা কোনোদিন শুনিনি। কিন্তু ধলাবির সাজে সজ্জিত হওয়ার পরই আমার মুখ দিয়ে রোহিঙ্গা ভাষা অনর্গল চলে আসতো। আমার ভাষা ও ঢং দেখে এক রোহিঙ্গা নারী আমাকে বলেছিলেন, আপনি আমাদের ভাষা জানেন, আমাদের সঙ্গে থেকে যান।’

সুচি এভাবেই ধলাবি হয়ে উঠার গল্প শোনান। তিনি বলেন, ‘ধলাবি চরিত্রে আমার অভিনয় করার কথা ছিল না। এখানে ছিল অন্য কেউ। কিন্তু আমি প্রতিদিন রিহার্সালে থাকতাম। রোহিঙ্গা ভাষা রপ্ত করার চেষ্টা করতাম। হঠাৎ একদিন ডায়মন্ড স্যারের স্ত্রী অর্থাৎ আমাদের ভাবী বললেন, আমাকে ধলাবি সাজতে। সাজলাম। দেখে বললো তুমিই ধলাবির চরিত্রে অভিনয় করবে।’

সুচি বলেন, ‘ধলাবি চরিত্রে অভিনয় করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে। পাহাড় থেকে পাহাড়ে ছুটতে হয়েছে। সারাদিন কাজ করার পর রাতে অনেকটা নিস্তেজ হয়ে পড়তাম। কারো সঙ্গে কথা বলারও মন-মানসিকতা থাকত না। সিনেমাটি মুক্তি পাওয়ার পর নিজেকে বড় পর্দায় দেখে আনন্দ পেয়েছি। সে আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আরও ভালো লেগেছে, সিনেমা দেখে অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করেছেন। সেটাতো আমার কাছে কম পাওয়া নয়।’

রোহিঙ্গা সিনেমাতে প্রশংসিত হওয়ার পর চলচ্চিত্র নিয়ে তার পরবর্তী পরিকল্পনা কী জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বড় পর্দায় অভিনয় করার মজাটাই আলাদা। কাজ তো করবোই, তবে দেখেশুনে করব। অভিনয় প্রধান চরিত্র হলে আমি নিশ্চয়ই ভালো করব। সে আত্মবিশ্বাস আমার আছে।’

নিউজজি/রুআ/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন