মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ , ৬ জিলকদ ১৪৪৫

বিনোদন

ইংরেজ চলচ্চিত্র পরিচালক অ্যালফ্রেড হিচকক

নিউজজি ডেস্ক  এপ্রিল ২৯, ২০২৪, ০০:১৬:২৬

55
  • ইংরেজ চলচ্চিত্র পরিচালক অ্যালফ্রেড হিচকক

স্যার অ্যালফ্রেড যোসেফ হিচকক (জন্ম: আগস্ট ১৩, ১৮৯৯; মৃত্যু: এপ্রিল ২৯, ১৯৮০) একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। যুক্তরাজ্যের চলচ্চিত্র ইন্ড্রাস্টিতে তিনি নির্বাক ও সবাক দুই ধরনের চলচ্চিত্র নির্মাণ করেই সাফল্য পেয়েছিলেন।

তিনি ইংল্যান্ডের শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সাফল্য পাওয়ার পর ১৯৩৯ সালে তিনি ইংল্যান্ড থেকে হলিউডে চলে আসেন এবং তিনি ১৯৫৫ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন।

অ্যালফ্রেড হিচকক পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তার দীর্ঘ পরিচালনা জীবনে নিজের জন্য পরিচালনার সম্পূর্ণ স্বতন্ত্র ও জনপ্রিয় একটি ধারা তৈরি করেছেন যা এখন প্রায়শই ‘হিচককিয়ান’ নামে উল্লেখ করা হয়। 

উদ্বেগ, ভয়, কল্পনা অথবা সহানুভূতির অভিব্যক্তি বাড়িয়ে দিয়ে তিনি শটকে এমন ভাবে ফ্রেমবন্দি করতেন ও সম্পাদনা করতেন যা সম্পূর্ণ সিনেমাকে এক অন্যন্য মাত্রায় উপস্থাপন করত।

তার চলচ্চিত্রের অধিকাংশের কাহিনিতেই নারী চরিত্র পাওয়া যায়। যারা পুলিশের কাছ থেকে সবসময় পালিয়ে থাকে। হিচককের বহু সিনেমার সমাপ্তি ঘটেছে মিশ্র ঘটনার মধ্য দিয়ে এবং রোমহর্ষক প্লটগুলো চিত্রায়িত হয়েছে ভায়োলেন্স, খুন এবং অপরাধের ঘটনা দিয়ে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন