শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

বিনোদন

‘পয়জন গ্রীন’-এর ফিরে আসার গল্প

মোরসালিন আলিফ জিয়ন  নভেম্বর ১৫, ২০১৮, ১৬:৪৬:২২

15K
  • ‘পয়জন গ্রীন’-এর ফিরে আসার গল্প

৯০ দশকের শেষ সময়কে বলা হয় বাংলাদেশ ব্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। বাংলাদেশের শীর্ষ সারির সাউন্ড ইঞ্জিনিয়ার এবং প্রযোজক ঈশা খান দূরের নেতৃত্বে ক্রিপটিক ফেইট, আর্টসেল, আর্বোভাইরাস, ব্ল্যাকের মতো এক ঝাঁক তরুণ ব্যান্ড বাংলাদেশের ব্যান্ড মিউজিকে এক ধরনের বিপ্লব ঘটায়। নতুন মিউজিক দিয়ে শ্রোতাদের বিশেষ করে তরুণদের মাঝে ব্যান্ড মিউজিকের প্রতি আকৃষ্টতা বাড়িয়ে তুলে তরুণ ব্যান্ডগুলো। সে সময়ে সাড়া জাগানো কিছু তরুণ ব্যান্ডগুলোর মধ্যে একটি ছিলো ‘পয়জন গ্রীন’।

মেটাল মিউজিককে ভালোবেসে তানভীর, শিফা এবং মল্লিক তিন বন্ধু মিলে ৯৮-এর শেষের দিকে একটি ব্যান্ড গঠন করে। গিটারিস্ট শিফা পরে ব্যান্ডটির নাম দেয় ‘পয়জন গ্রীন’। ভোকাল, ড্রামার, গিটারিস্ট থাকলেও ব্যান্ডে তখনও ছিলো না কোনো বেজিস্ট। পরে এনায়েত বেজিস্ট হিসেবে যোগ দেয়। এরপর বেশ কয়েকবার বেজিস্ট পরিবর্তনের পর ২০০৩ সালে সানি বেজিস্ট হিসেবে যোগ দিয়ে ব্যান্ডটিকে পরিপূর্ণতা দেয়।

বাংলাদেশে থ্র্যাশ এন্ড পাওয়ার মেটাল জনরার যাত্রা শুরুর পেছনে যেসব ব্যান্ডের অবদান রয়েছে তাদের মধ্যে ‘পয়জন গ্রীন’ অন্যতম। নিজেদের শুরু থেকেই ব্যান্ডের সদস্যরা বাংলাদেশের লেজেন্ডারি ব্যান্ড ‘রকস্ট্রাটা’ কভার করতেন। মূলত ব্যর্থতা, সমাজের বিরুদ্ধাচার, জীবনের সংগ্রামের গল্পগুলো নিয়ে পয়জন গ্রীন নিজেদের গানের মাধ্যমে তুলে ধরা চেষ্টা করে সবসময়।

পয়জন গ্রীন-ব্যান্ডের বেশ কিছু জনপ্রিয় গান রয়েছে। যার মধ্যে, লাশকাটা ঘর, আর্তনাদ, আয়না, আধার নারী সমীপে অন্যতম।

পয়জন গ্রীন ব্যান্ড জি-সিরিজ এর ব্যানারে ব্যান্ড মিক্সড অ্যালবাম আগুন্তক-১ এ ‘আর্তনাদ’ নামে তাদের প্রথম সিঙ্গেল ট্র্যাক রিলিজ করে। এরপর ২০০৪ সালে দূরে’র প্রজেক্ট ‘দিন বদল’ ব্যান্ড মিক্সড অ্যালবামে রিলিজ পায় ব্যান্ডটি তাদের দ্বিতীয় সিঙ্গেল ট্র্যাক ‘এখানেই মৃত্যু’।

২০০৬ সালে জি-সিরিজ থেকে ব্যান্ডটির প্রথম সেলফ টাইটেল্ড অ্যালবাম “পয়জন গ্রীন” রিলিজ হয়। রিলিজের পর অ্যালবামটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। অ্যালবামে মোট ৯টি গান ছিলো। যার মধ্যে, লাশ কাটা ঘর, আলাদা, কাফন, আধার নারী সমীপে, মানবী” শ্রোতারা বেশ পছন্দ করেন।

অ্যালবাম, জনপ্রিয় গান, কনসার্ট সবমিলিয়ে ব্যান্ডটি যখন জনপ্রিয়তার শীর্ষে তখন ব্যক্তিগত কারণের জন্য ব্যান্ডের সদস্যরা সবাই আলাদা হয়ে যায়। স্থির হয়ে যায় ব্যান্ডের কার্যক্রম।

এরপর আবার ২০১২ সালে ‘পয়জন গ্রীন’ নতুন করে কাজ শুরু করে। ‘হাতিয়ার’ ব্যান্ড মিক্সড অ্যালবামে ‘আয়না’ গানটি রিলিজ করে ব্যান্ডটি। পাশাপাশি ২০১৪ সালে তারা তাদের দ্বিতীয় অ্যালবাম “ফায়ারিং স্কোয়াড” রিলিজ করে। মাঝে ‘সংশোধন গ’ ব্যান্ড মিক্সড অ্যালবামেও তাদের ‘সবুজ বিষ’ নামে একটি গান প্রকাশিত হয়।

দীর্ঘ বিরতির পর নতুন লাইনাপ নিয়ে আবারো নিয়মিত কনসার্ট করছে ‘পয়জন গ্রীন’। খুব শীঘ্রই ঈশা খান দূরের প্রকল্পে নতুন গান নিয়ে আসবে ব্যান্ডটি। এমনকি কিছু নতুন মিউজিক ভিডিও করারও পরিকল্পনা রয়েছে ব্যান্ডটির।

 

এক নজরে ‘পয়জন গ্রীন’-এর নতুন লাইনআপ-

 

ভোকাল: তানভীর চৌধুরী

গিটার: রাকিবুল নিপু

বেজ: মোহাম্মদ সানিয়াত হোসেন সানি

ড্রামার: রাহুল (গেস্ট)

 

 

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন