মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১৩ জিলকদ ১৪৪৫

ফিচার

আজ ১১ মে : ইতিহাসের এই দিনে

নিউজজি ডেস্ক মে ১১, ২০২৪, ০০:৩০:৩৮

92
  • আজ ১১ মে : ইতিহাসের এই দিনে

ঢাকা: পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।

আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

৩৩০ - কনস্টান্টিনোপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।

৯১২ - আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৭৪৫ - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।

১৮৫৭ - সিপাহী বিদ্রোহ: সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।

১৮৬৭ - লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।

১৯৩৫ - জার্মানীর বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৪০ - জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য বৃটিশ ও ফরাসী সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।

১৯৪৯ - ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।

১৯৭২ - কলকাতায় রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মেক্সিকো।

১৯৮৫ - কুরআন দিবস: কুরআনের মর্যাদা প্রতিষ্ঠা করতে গিয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে আট জন নিহত।

১৯৯৪ - ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।

১৯৯৭ - দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।

১৯৯৮ - ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে ৩টি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।

২০১৬ - বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২০১৮ - বাংলাদেশ সরকার তাদের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ ১১ মে ২০১৮ ইডিটি, বাংলাদেশ মান সময় ১২ মে ভোর ০২:১৪ তে কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করে ।

২০১৮ - আয়ারল্যান্ড ক্রিকেট দল তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করে । তবে প্রথম দিন মেঘে ভেসে যাওয়ায় কোনো খেলা এদিন গড়ায়নি ।

জন্ম

১৮৫৪ - জ্যাক ব্ল্যাকহাম, অস্ট্রেলীয় ক্রিকেটার। (মৃ. ১৯৩২)

১৮৯০ - বসন্তকুমার চট্টোপাধ্যায়, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় অডিটর জেনারেল। (মৃ.১৯৭৬)

১৮৯২ - মার্গারেট রাদারফোর্ড, ইংরেজ অভিনেত্রী। (মৃ. ১৯৭২)

১৯০৪ - সালভাদর দালি, স্পেনীয় চিত্রকর। (মৃ. ১৯৮৯)

১৯১২ - সাদত হাসান মান্টো, ভারতীয় বংশোদ্ভূত পাকিস্তানি লেখক এবং চিত্রনাট্যকার। (মৃ. ১৯৫৫)

১৯১৬ - কামিলো হোসে সেলা, এস্‌পানিয়ার ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক, নোবেল বিজয়ী। (মৃ. ২০০২)

১৯১৬ - বাঙালি চিত্রশিল্পী নীরদ মজুমদার।(মৃ.১৯৮২)

১৯১৮ - রিচার্ড ফাইনম্যান, মার্কিন পদার্থবিজ্ঞানী, নোবেল বিজয়ী। (মৃ. ১৯৮৮)

১৯২১ - অজিত চট্টোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি হাস্যকৌতুক অভিনেতা।(মৃ.১৯৯৩)

১৯২৪ - অ্যান্টনি হিউইশ, ব্রিটিশ রেডিও জ্যোতির্বিজ্ঞানী, নোবেল বিজয়ী।

১৯৩০ - এড্সগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। (মৃ. ২০০২)

১৯৪১ - ইয়ান রেডপাথ, অস্ট্রলীয় ক্রিকেটার।

১৯৪৪ - জন বেনো, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

১৯৬৭ - সু গার্ডনার, উইকিমিডিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।

১৯৭৩ - জেমস হ্যাভেন, মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র প্রযোজক।

১৯৭৭ - ববি রুড, কানাডিয়ান পেশাদার কুস্তিগীর।

১৯৭৮ - লিতিসিয়া কাস্তা, ফরাসি মডেল এবং অভিনেত্রী।

১৯৮৪ - আন্দ্রেস ইনিয়েস্তা, স্পেনীয় ফুটবলার।

১৯৮৬ - আবু দিয়াবি, ফরাসি ফুটবলার।

১৯৯২ - থিবো কোর্তোয়া, বেলজিয়ামের ফুটবলার।

১৯৯২ - পাবলো সারাবিয়া, স্প্যানিশ ফুটবলার।

১৯৯৯ - কেইটলিন দিয়াস, মার্কিন অভিনেত্রী এবং কন্ঠশিল্পী।

মৃত্যু

১৯১৫ - ভাই বালমুকুন্দ, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯১৫ - বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী।(জ.১৮৯৫)

১৯১৬ - কার্ল শোয়ার্জশিল্ড, জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও পদার্থবিজ্ঞানী। (জ. ১৮৭৩)

১৯২৭ - হুয়ান গ্রিস, স্প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর। (জ. ১৮৮৭)

১৯৫৫ - গিলবার্ট জেসপ, ইংলিশ ক্রিকেটার। (জ. ১৮৭৪)

১৯৫৯ - বিংশ শতকের প্রথমার্ধের বিশিষ্ট কবি বসন্তকুমার চট্টোপাধ্যায়। (জ.১৪/১০/১৮৯০)

১৯৬৩ - হারবার্ট এস. গ্যাসার, মার্কিন শারীরতত্ত্ববিদ। (জ. ১৮৮৮)

১৯৬৫ - মাখনলাল সেন অনুশীলন সমিতির সদস্য, বিপ্লবী, সাংবাদিক ও সম্পাদক। (জ.১১/০১/১৮৮১)

১৯৮১ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গীটার বাদক ও গীতিকার। (জ. ১৯৪৫)

১৯৮৫ - কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, বাঙালি শিক্ষাবিদ, ভাষাতত্ত্ববিদ ও খ্রিষ্টধর্মপ্রচারক। (জ. ১৯৩১)

১৯৮৮ - কিম ফিলবি, ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তা এবং সোভিয়েত ইউনিয়ন এর জন্য ডাবল এজেন্ট। (জ. ১৯১২)

১৯৯৯ - একবাল আহমাদ, পাকিস্তানি লেখক, সাংবাদিক, ও যুদ্ধবিরোধী কর্মী। (জ. ১৯৩৩/৩৪)

২০০১ - ডগলাস অ্যাডামস, ইংরেজ লেখক, চিত্রনাট্যকার, প্রবন্ধকার, কৌতুকপূর্ণ কাহিনী-রচয়িতা, ব্যঙ্গরচয়িতা এবং নাট্যকার। (জ. ১৯৫২)

২০০৩ - আর্নি তোশ্যাক, অস্ট্রেলীয় ক্রিকেটার। (জ. ১৯১৪)

২০০৪ - আল্ফ ভ্যালেন্টাইন, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

২০১৬ - টনি কোজিয়ার, বার্বাডীয় ক্রিকেট সাংবাদিক, লেখক ও রেডিও ধারাভাষ্যকার। (জ. ১৯৪০)

২০১৬ - মতিউর রহমান নিজামী, বাংলদেশের শীর্ষ যুদ্ধাপরাধী।

২০২১ - ঈশা মহম্মদ, খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রকর ও শিল্পী। (জ.১৯৩৩)

দিবস

কুরআন দিবস - বাংলাদেশে পালিত একটি বিশেষ দিবস।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন