শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১০ জিলকদ ১৪৪৫

অন্যান্য
  >
ইউক্রেন সংকট

রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি

নিউজজি ডেস্ক ৫ মে , ২০২৪, ১২:১১:২১

52
  • রাশিয়ার ‘ওয়ান্টেড’ তালিকায় জেলেনস্কি

ঢাকা: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করে তাকে ‘ওয়ান্টেড’ তালিকায় রেখেছে রাশিয়া। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যভাণ্ডারের উদ্ধৃতি দিয়ে শনিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা তাস।

রয়টার্স জানিয়েছে, তাসের দেওয়া উদ্ধৃতিতে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। ঠিক কোন অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে, তাও পরিষ্কার হয়নি।

রুশ গণমাধ্যম আরটি জানিয়েছে, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, রাশিয়ার ফৌজদারি দণ্ডবিধির একটি ধারায় ইউক্রেনের প্রেসিডেন্টকে ‘ওয়ান্টেড’ তালিকায় রাখা হয়েছে। সেখানে তার পূর্ণ নাম, ছবি এবং জন্ম তারিখও দেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন