বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ , ২৩ শাওয়াল ১৪৪৫

খেলা

টানা চার জয়ের পর পয়েন্ট হারাল রিয়াল

ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৯, ২০২১, ০৯:৫৬:১৮

476
  • ছবি: টুইটার

টানা জয়ে উড়ছিল রিয়াল মাদ্রিদ। তবে রোববার বাংলাদেশ সময় রাতে লা লিগায় তাদেরকে রুখে দিল টেবিলের নিচের দিকের দল গেতাফে। এরফলে টানা চার জয়ের পর পয়েন্ট হারাল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। 

গেতোফের মাঠে রোববার রাতে লা লিগায় গোলশূন্য ড্র করেছে জিনেদিন জিদানের দল। যে কারণে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে দলটির পয়েন্টের ব্যবধান বেড়ে হল ৩।

রোববার চোট আর করোনাভাইরাসের ছোবলে মূল দলের মাত্র ১২ জন আউটফিল্ড খেলোয়াড় অবশিষ্ট ছিল রিয়ালের। এদিকে করিম বেনজেমা ও টনি ক্রুসকে বেঞ্চে রাখেন কোচ। সব মিলিয়ে ভঙ্গুর দল নিয়ে নামে দলটি। এর মাসুল ম্যাচের শুরুতেই দিতে বসেছিল রিয়াল। তবে সে সময় ছয় গজ বক্সের বাইরে বল পেয়ে যান হাইমে মাতা, দ্রুত শটও নেন তিনি। শেষ মুহূর্তে সেটা প্রতিহত করেন প্রথমবার লা লিগায় শুরুর একাদশে সুযোগ পাওয়া তরুণ ডিফেন্ডার ভিক্তর চুস্ত।

মূল একাদশের তারকারা না থাকলেও রোববার রক্ষণ সামলানোর কাজটা ভালোভাবেই সেরেছিল রিয়াল। এখানেও সেটা চোখে পড়ে। ডি-বক্সে পরপর দুটি কার্যকর চ্যালেঞ্জ করেন লুকা মদ্রিচ। এদিকে ম্যাচের অষ্টম মিনিটে প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে বল ঠিকানায় পাঠান মারিয়ানো দিয়াস। তবে অফসাইডের বাঁশি বাজে; ভিএআরেও তা বজায় থাকে, কিঞ্চিৎ ব্যবধানে বাইরে ছিল স্প্যানিশ এই ফরোয়ার্ডের বাহু।

ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল গেতাফে। তবে মাতার হেড পোস্টে লাগলে বেঁচে যায় রিয়াল। পাঁচ মিনিট পর গোলরক্ষকের চ্যালেঞ্জ এড়িয়ে দিয়াসের নেওয়া হেড কর্নারের বিনিময়ে ফেরান গেতাফের মিডফিল্ডার দাভিদ তিমোর। 

দ্বিতীয়ার্ধের শুরু থেকে দারুণ খেলতে থাকে গেতাফে। ৫৯তম মিনিটে ফরোয়ার্ড এনেস উনালের জোরালো শট নেন। কিন্ত তাকে গোল বঞ্চিত করেন  থিবো কোর্তোয়া। ৬৫তম মিনিটে একসঙ্গে দুটি পরিবর্তন করেন জিদান। দিয়াস ও রদ্রিগোকে তুলে নামান বেনজেমা ও আন্তোনিও ব্লাঙ্কোকে। কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি কেউই। ৭৮তম মিনিটে আবারও কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রিয়াল। নেমানিয়া মাকসিমোভিচের জোরালো শট চুস্তের পায়ে লেগে ক্রসবার ঘেঁষে জালে ঢুকতে যাচ্ছিল। লাফিয়ে কর্নারের বিনিময়ে জাল অক্ষত রাখেন বেলজিয়ান গোররক্ষক।

এ ড্রয়ে ৩১ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থেকে গেল রিয়াল। শীর্ষে থাকা অ্যাথলেটিকোর পয়েন্ট ৭০। ৩০ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা। ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সেভিয়া।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন