রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

খেলা

তামিমের অভিমানী সিদ্ধান্তে ক্ষুব্ধ পাপন

স্পোর্টস রিপোর্টার অক্টোবর ১৯, ২০২১, ০০:০৯:০৪

852
  • বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপির সাথে তামিম। ছবি-ইন্টারনেট

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল সর্বশেষ ৪টি টি-২০ সিরিজে খেলেননি। তারপরও টি-২০তে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান তামিম টানা ৭ম টি-২০ বিশ্বকাপ খেলবেন, এমনটাই প্রত্যাশা ছিল সবার।

কিন্তু বাংলাদেশ সেরা ব্যাটসম্যান তামিম দল ঘোষণার আগেই টি-২০ বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যহার করেছেন। টি-২০ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করলেও নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল)-এ খেলেছেন!

কেনো তামিম এমন সিদ্ধান্ত নিলেন, তার কারণ আজও অজানা। তবে তামিমের এই সিদ্ধান্তে ভীষণ ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। সোমবার ওমানে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন তা- ‘অভিমান করে বলে দেবে আমি খেলব না, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। কার সঙ্গে অভিমান, দেশের সঙ্গে? এদেশেই তো থাকছে সে। এই ধরনের আবেগের আমার কাছে কোনো জায়গা নেই।’

তামিম ছাড়াও, আরো একজন ক্রিকেটার নাকি টি-২০ বিশ্বকাপ খেলতে চাননি, ওই ক্রিকেটারের নাম প্রকাশ না করে এমন তথ্যই দিয়েছেন বিসিবি সভাপতি- ‘তামিমের না খেলার ব্যাপারটা আপনারা জানার অনেক আগেই আমি জানি। এমনকি আমি ভেবেছিলাম, আরো একজন খেলবে না। এরকম তথ্যও আমার কাছে ছিল। কিন্তু সে খেলছে। আমার কথা হচ্ছে, এগুলা মনের মধ্যে রাখার তো কিছু নাই।’

তবে তামিমের সিদ্ধান্তে যতোই ক্ষুব্ধ হোক না কেন, তামিমকে দেশের সেরা ওপেনার বলতে দ্বিধা নেই তার-‘একটা জিনিস সর্বশেষ বলে দিচ্ছি, যত ওপেনারই খেলুক না কেন, তামিমের চেয়ে ভালো ওপেনার একটাও নাই।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন