মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও স্পোর্টিং উইকেট চান শান্ত

স্পোর্টস রিপোর্টার এপ্রিল ১৬, ২০২৪, ১৭:৫০:০৭

216
  • এক্স সিরামিকসের সঙ্গে চুক্তি শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি-সৌজন্যে

আগামী মে মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা বাড়ছে বাংলাদেশ দলের। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে হোমে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি এবং যুক্তরাষ্ট্রে স্বাগতিক দলের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। 

শ্রীলঙ্কার বিপক্ষে সিলেট এবং চট্টগ্রামে স্পোর্টিং পিচে টি-টোয়েন্টি, ওয়ানডে এবং টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ দল। ওয়ানডে ছাড়া অন্য ২টি সিরিজ হেরেছে।

তারপরও আগামী ৩ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্পোর্টিং পিচই চাইছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

মঙ্গলবার এক্স সিরামিকসের চিফ ব্র্যান্ড অফিসার হিসেবে দায়িত্ব গ্রহন করে গণমাধ্যমকে সে চাহিদার কথাই জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক—‘জিম্বাবুয়ের বিপক্ষে অবশ্যই ভালো উইকেটে খেলার ইচ্ছা আছে। শ্রীলঙ্কার সঙ্গে আমরা যে সিরিজটা খেললাম, এই একই ধরনের উইকেট প্রত্যাশা করছি।’

যুক্তরাষ্ট্রে যে ধরণের উইকেটে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো হবে, সে ধরণের উইকেট হোমে পেলে বেশি খুশি হবেন শান্ত- ‘যুক্তরাষ্ট্রে আমরা যে ধরনের উইকেটে খেলব, সেই ধরনের উইকেটে খেলা যায় কি না। আমার মনে হয় না, খুব একটা সহজ হবে। তবে ভালো উইকেটই প্রত্যাশা করছি।’

হোমে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করতে চান শান্ত—‘এই সিরিজটা খুব গুরুত্বপূর্ণ। এই সিরিজটা যদি আমরা ভালোভাবে শেষ করতে পারি, আত্মবিশ্বাস নিয়ে যেতে পারি তাহলে দলের জন্য অনেক ভালো কিছু হবে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন