বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

খেলা

কখনো মরে না রিয়াল মাদ্রিদ: আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৮, ২০২৪, ১১:২৭:৩৯

105
  • ছবি: ইন্টারনেট

ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্রয়ের পর অনেকে ধরেই নিয়েছিলেন, কোয়ার্টার ফাইনালেই থামবে রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা। তবে দ্বিতীয় লেগেই সকলের সেই ধারণা ভুল প্রমাণিত করে টাইব্রেকার রোমাঞ্চ সামলে জিতে ঠিকই সেমিফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্টরা। পেনাল্টি শ্যুটআউটে চাপের মুখে স্বাভাবিক অবস্থায় থাকার জন্য ফুটবলারদের প্রশংসায় মুখর মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। জয়ের পর তিনি বলেছেন, ‘সবাই ভেবেছিল আমরা শেষ, কিন্তু রিয়াল মাদ্রিদ কখনো মরে না।’

ম্যানসিটির বিপক্ষে বুধবার রাতে শেষ আটের শেষ লেগের অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ ১-১ গোলে ড্র। তবে টাইব্রেকারে সিটিকে ৪-৩ গোলে হারিয়ে রিয়ালই উঠল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। 
 
টাইব্রেকারে সিটির মাতেও কোভাচিচ ও বেনার্দো সিলভার শট ঠেকিয়েছেন রিয়ালের গোলকিপার আন্দ্রে লুনিন। তার আগে ম্যাচের ১২ মিনিটে রিয়ালের হয়ে গোল করেন রদ্রিগো। যদিও ৭৬ মিনিটে কেভিন ডি ব্রুইনার গোলে সমতায় ফেরে সিটি। গোটা ম্যাচে স্বাগতিকদের আধিপত্যই ছিল বেশি। ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে ৩৩টি শট নিয়েছে সিটি। আনচেলত্তি জানতেন এমন কিছুর মুখোমুখিই হতে হবে। সে জন্যই সম্ভবত একটু বেশিই রক্ষণাত্মক ছিলেন। 
 
ইতালিয়ান এই কোচ জানতেন, ইতিহাদ জয় করতে হলে নিজেদের প্রাচীর অটুট রেখে সুযোগের সদ্ব্যবহার করতেই হবে। রদ্রিগো, লুনিন কিংবা টাইব্রেকারে জয়সূচক শট নেওয়া রুডিগার ঠিক সেই কাজটাই করেছেন।
 
জয়ের পর রিয়াল কোচ আনচেলত্তিও ‘মুভিস্টার’কে বললেন সে কথা, ‘এখান (ইতিহাদ) থেকে বেঁচে ফেরার একটাই উপায়—সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা সেটা করেছি এরপর রক্ষণভাগ ভালোভাবে সামলেছি। সিটির বিপক্ষে এটা ছাড়া আর কোনো পথ নেই।’
 
আনচেলত্তি আরও জানিয়েছেন, ‘আমি অনেকবারই রিয়াল মাদ্রিদকে এটা (অসম্ভব জায়গা থেকে জয়) করতে দেখেছি। এটার কারণ বোধ হয় (রিয়ালের) ব্যাজটা। এটা আপনার ভেতর থেকে এমন কিছু বের করে আনবে, যেটা আপনি নিজেই জানতেন না যে আপনার ছিল! টাইব্রেকারে বুঝে গিয়েছিলাম যে আমরাই যাচ্ছি (সেমিফাইনালে)। আন্দ্রে লুনিন দারুণ একটা ম্যাচ খেলেছে।’
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন