শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ , ৯ জিলকদ ১৪৪৫

খেলা

দুই রাউন্ড হাতে রেখে ডিপিএলের শিরোপা আবাহনীর

স্পোর্টস রিপোর্টার এপ্রিল ৩০, ২০২৪, ১৭:৫৮:১২

204
  • ট্রফি জয়ে আবাহনীর ক্রিকেটার-সমর্থকদের উল্লাস। ছবি-বিসিবির ম্যাচ ভিডিও থেকে নেয়া

শেখ জামাল ধানমন্ডি : ২৬৭/৯ (৫০.০ ওভারে)

আবাহনী : ২৭৩/৬ (৪৯.৫ওভারে)

ফল : আবাহনী ৪ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : মোসাদ্দেক হোসেন সৈকত (আবাহনী)। 

প্রথম পর্বে সব ম্যাচ জিতে নিকটতম তিন প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে সুপার লিগ শুরু করে আবাহনী পেয়েছে ঢাকা ক্রিকেট লিগে ২৩তম শিরোপার আবহ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শিরোপা অক্ষুন্ন রাখতে সুপার লিগে দরকার ছিল ৩ জয়। সুপার লিগে প্রাইম ব্যাংক, গাজী গ্রুপের পর গতবারের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে মঙ্গলবার ৪ উইকেটে হারিয়ে দিয়ে ২ ম্যাচ হাতে রেখে ২৩তম শিরোপা উৎসবে মেতে উঠেছে আবাহনী (১৪ ম্যাচে ২৮ পয়েন্ট)।

চট্টগ্রামে টি-টোয়েন্টি স্কোয়াডের ক্যাম্পে ডাক পাওয়া ১৭ ক্রিকেটারের মধ্যে আবাহনীর ক্রিকেটারের সংখ্যা ১০জন। সে কারণেই শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে  একাদশ নামানোই দায় ছিল আবাহনীর।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির কাছে আবেদন করে আফিফ হোসেন ধ্রুব, তানভীর ইসলাম ও তানজীম হাসান সাকিবকে একদিনের জন্য জাতীয় দলের ক্যাম্প থেকে বিরত রাখায় ১১ জনকে নামাতে পেরেছে আবাহনী।

বিপরীতে অপরিবর্তিত শক্তির শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শক্তি বাড়িয়ে দিয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসে বিকেএসপি-ফোর-এ নেমেছেন তিনি আবাহনীর বিপক্ষে খেলতে। তবে সেরাদের ছাড়া খেলতে নেমে শিরোপা প্রতীক্ষা বাড়েনি আবাহনীর। শান্ত, লিটন, হৃদয়, শরিফুল, তাসকিন, সাইফউদ্দিনদের মতো সেরাদের ছাড়াই শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ৪ উইকেটে হারিয়ে টানা ১৪ জয়ে শিরোপা উৎসব করেছে আবাহনী। 

বিকেএসপি ফোর-এ টসে হেরে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে ব্যাটিং পাওয়ার প্লে-তে শেখ জামালকে ভাল চাপেই ফেলেছিল আবাহনী। স্কোরশিটে ২৪ উঠতে তিন উইকেট ফেলে দিয়েছিল আবাহনী। তবে ৪র্থ উইকেট জুটির ৭৭ বলে ৭২ এবং ৯ম উইকেট জুটির ৪৪ বলে ৭২ রানে শেখ জামাল ধানমন্ডি ক্লাব স্কোর দাঁড় করিয়েছে ২৬৭/৯।

শেষ পাওয়ার প্লে'র ৬০ বলে জিয়াউর রহমান ঝড়ে শেখ জামাল যোগ করেছে ২ উইকেট হারিয়ে ১০৫ রান! জিয়াউর রহমান ৪৬ বলে ফিফটি পূর্ণ করে জিয়াউর স্কোর টেনে নিয়েছেন ৫৮ বলে ৬ চার, ৮ ছক্কায় ৮৫ পর্যন্ত। তানজিম সাকিবকে ৫০তম ওভারের প্রথম ৩ বলে মেরেছেন টানা ৩ ছক্কা। কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়ে শেষ ২ ওভারে জিয়াউর যোগ করেছেন ৩৭ রান।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ২ ম্যাচ খেলার আগে প্রিমিয়ার ডিভিশনে খেলতে চান সাকিব, তা জানিয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে তৃতীয় রাউন্ডে আবাহনীর বিপক্ষে দেখা যাবে তাকে, ২৪ ঘন্টা আগে শেখ জামাল টিম ম্যানেজমেন্ট নিশ্চিত করতে পারেনি তা। তবে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় উড়ে এসে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বিগ ম্যাচ খেলতে নেমে সাকিব দিয়েছেন আস্থার প্রতিদান। তানজিম সাকিবের বলে মিড উইকেটে ক্যাচ দিয়ে মাত্র ১ রানের জন্য করেছেন ফিফটি হাতছাড়া (৫৬ বলে ২ চার, ৩ ছক্কায় ৪৯)।

তবে আউট হওয়ার আগে নাহিদুলকে পর পর ২টি এবং রাকিবুলকে ১টি ছক্কা মেরেছেন সাকিব। জিয়াউর এবং সাকিব ছাড়াও শেখ জামাল ধানমন্ডির সোহান (৬৪ বলে ৪১), সৈকত আলী (৬৬ বলে ৪১) দলের প্রয়োজন মিটিয়েছেন। আবাহনী বোলারদের মধ্যে পেসার তানজিম হাসান সাকিব (৩/৬২) এবং বাঁ হাতি স্পিনার রাকিবুল (৩/২৯) ৩টি করে উইকেট পেয়েছেন।

২৬৮ রানের লক্ষ্য পূরণে ব্যাটিং পাওয়ার প্লে-তে আবাহনী করেছে সাবধানী ব্যাটিং (৩৬/১)। দ্বিতীয় উইকেট জুটির ৫০, তৃতীয় জুটির ১০৩ এবং চতুর্থ উইকেট জুটির ৫০ রানে বড় জয়ের আবহ পেয়েছে আবাহনী। বিজয় দায়িত্ব পালনে ছিলেন সচেষ্ট (৮০ বলে ৪ চার, ৩ ছক্কায় ৬৭)। আফিফ স্ট্রাইক রেটে মনযোগী ব্যাটিংয়ে (৮৮ বলে ৮ চার, ২ ছক্কায় ৮৩) আবাহনীকে পৌছে দিয়েছেন জয়ের বন্দরে। ফিনিশার হিসেবে আবির্ভূত হয়েছেন অধিনায়ক মোসাদ্দেক (৫৪ বলে ৪ ছক্কায় ৫৩*)।

 শেষ ওভার থ্রিলারে নিষ্পত্তি হয়েছে ম্যাচের ফল। শেষ ওভারে ৯ রানের টার্গেটে ৫ ম বল পর্যন্ত টেনে নিতে হয়েছে আবাহনীকে। শফিকুলকে অধিনায়ক মোসাদ্দেক লং অনের উপর দিয়ে ছক্কার শটে আবাহনীকে উপহার দিয়েছেন ২২ তম শিরোপা।  

ব্যাটিংয়ের (৫৬ বলে ৪৯) পাশাপাশি বোলিংয়েও সাকিব যথাসাধ্য চেষ্টা করেছেন (১/৪৯)। সাব্বির হোসেনকে শিকার করেছেন তিনি।   

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন