মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১৩ জিলকদ ১৪৪৫

খেলা

পাকিস্তানকে হারিয়ে আয়ারল্যান্ডের আপসেট

স্পোর্টস ডেস্ক মে ১১, ২০২৪, ০০:২৭:২৫

169
  • বালব্রিনি-টেক্টরের ৭৭ রানের পার্টনারশিপ। ছবি-ক্রিকইনফো

পাকিস্তান : ১৮২/৬ (২০.০ ওভারে)

আয়ারল্যান্ড : ১৮৩/৫ (১৯.৫ ওভারে)

ফল : আয়ারল্যান্ড ৫ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : এন্ডি বালব্রিনি (আয়ারল্যান্ড)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রাক প্রস্তুতিটা ভাল হয়নি পাকিস্তানের। আয়ারল্যান্ড সফরের শুরুতেই আপসেটের শিকার হয়েছে পাকিস্তান।

ডাবলিনে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শেষ ওভার থ্রিলারে ১ বল হাতে রেখে ৫ উইকেটে জিতে অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেট জুটির ৫৭ বলে ৮৫ এবং অবিচ্ছিন্ন ৭ম জুটির ১৩ বলে ৩২ রানে পাকিস্তান স্কোর টেনে নিয়েছে ১৮২/৬ পর্যন্ত। পাকিস্তান ওপেনার সিয়াম আইয়ুব ২৯ বলে ৪ বাউন্ডারি, ৩ ছক্কায় ৪৫ করেছেন।

অধিনায়ক বাবর আজম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এদিন ৩৫তম ফিফটি উদযাপন করেছেন। ৪৩ বলে ৮ চার, ১ ছক্কায় করেছেন ৫৭। শেষ পাওয়ার প্লে-তে ইফতেখার ১৫ বলে ৩ বাউন্ডারিতে ৩৭ এবং শাহীন শাহ আফ্রিদি ৮ বলে ২ বাউন্ডারিতে ১৪ রানে অপরাজিত ছিলেন। আইরিশ পেসার ক্রেইগ ইয়ং পেয়েছেন ২ উইকেট (২/২৭)।

জবাব দিতে এসে আইরিশ ওপেনার বালব্রিনি অসাধ্য সাধনের লড়াইয়ে আয়ারল্যান্ডকে দিয়েছেন উৎসবের উপলক্ষ্য। টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩৬ বলে ১০ম ফিফটি উদযাপন করে ইনিংস টেনে নিয়েছেন ৭৭ রান পর্যন্ত। শাহীন শাহ আফ্রিদির ফুলটসে পুল করতে যেয়ে বোল্ড আউট হওয়ার আগে ৫৫ বলের ইনিংসে মেরেছেন ১০ চার, ২ ছক্কা।

হ্যারি টেক্টরকে নিয়ে তৃতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৭৭  রানে দিয়েছেন নেতৃত্ব। টেক্টর করেছেন ২৭ বলে ৩ চার, ১ ছক্কায় ৩৬। আয়ারল্যান্ডের ফিনিশারের ভুমিকায় অবতীর্ন হয়েছেন কার্টিস ক্যাম্পার (৭ বলে ৩ বাউন্ডারিতে ১৫*), ডিলানি (৬ বলে ১ চার)। পাকিস্তান পেসার আব্বাস আফ্রিদি পেয়েছেন ২ উইকেট (২/৩৬)।

শেষ ৬ বলে ১১ রানের টার্গেটটা সহজ করে দিয়েছেন ক্যাম্পার। আব্বাস আফ্রিদিকে শেষ ওভারের ১ম এবং চতুর্থ বলে বাউন্ডারিতে কাজটা এগিয়ে রেখেছেন ৫ম বলে লেগ বাই থেকে ১ রানে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ে ইতিহাস রচনা করেছে আয়ারল্যান্ড।

ইতোপূর্বে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে একমাত্র ম্যাচে ৩৯ রানে হারের অতীত ছিল আয়ারল্যান্ডের। ২০০৯ সালে ওভালে সেই হারের বদলা নিয়েছে আয়ারল্যান্ড। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন