রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

খেলা
  >
ফুটবল

লুটনকে ছিন্নভিন্ন করে পয়েন্ট তালিকায় শীর্ষে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক ১৪ এপ্রিল , ২০২৪, ০০:২১:১৫

266
  • আত্মঘাতি গোলে এগিয়ে যাওয়ার পর ম্যানসিটির উৎসব। ছবি-আল জাজিরা

ইংলিশ প্রিমিয়ার লিগে ত্রিমুখি শিরোপার লড়াইটা পেন্ডুলামের কাটার মতো দুলছে। ৩১তম ম্যাচ পর্যন্ত আর্সেনাল এবং লিভারপুলের পেছনে ছিল ম্যানসিটি।

৩২তম ম্যাচে এসে এই দুই জায়ান্টকে টপকে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি। শনিবার রাতে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা লুটন টাউনকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে পেপ গার্দিওয়ালার দল নিজেদের সামর্থের প্রমান দিয়েছে।  

লুটন টাউনকে ৫-১ গোলে হারিয়ে আর্সেনাল এবং লিভারপুলকে পেছনে ফেলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে ম্যানসিটি।

লুটনের বিপক্ষে ম্যান সিটির প্রথম গোলটি । খেলা শুরু হওয়ার মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় হাশিওকার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ম্যানসিটি।  

 প্রথমার্ধে ওই একটি গোলেই এগিয়ে ছিল ম্যানসিটি। তবে ম্যানসিটির সাঁড়াশি আক্রমনে শেষ ২৬ মিনিটে লুটনের ডিফেন্স তছনছ হয়েছে। ৬৪ মিনিটে পেপ গার্দিওলার দলকে ২-০ গোলে এগিয়ে দেন মাতেও কোভাচিচ। খেলার ৭৫ মিনিটে ডি বক্সের ভেতরে ডকুকে রাফ ট্যাকেলে ওনিডিনমা ফেলে দিলে রেফারি পেনাল্টির বাশি বাঁজান। 

 পেনাল্টি থেকে ৭৬ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন হলান্ড। ৮১ মিনিটে ব্যবধান কমাতে পেরেছে লুটনের রস বার্কলে।  ৮৭ মিনিটে সিটির পক্ষে ৪র্থ গোল করেন জেরেমি ডকু। ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে ম্যানসিটির পক্ষে শেষ গোল করেন গাভারদিওল (৫-১)।

৩২ ম্যাচে সিটির পয়েন্ট ৭৩।  এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে আর্সেনাল, লিভারপুল। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন