রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

খেলা
  >
ফুটবল

মায়োর্কাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

ক্রীড়া ডেস্ক ১৪ এপ্রিল , ২০২৪, ০৮:৫৭:৩৪

155
  • ছবি: ইন্টারনেট

ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও টনি ক্রুসের মতো খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে শনিবার মায়োর্কার বিপক্ষে লা লিগার ম্যাচে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। যে কারণে প্রথমার্ধে নিজেদের ঠিক মেলে ধরতে পারেনি দলটি। তবে দ্বিতীয়ার্ধে স্বরূপে ফেরে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি। শেষ পর্যন্ত অরেলিঁয়ে চুয়ামেনির গোলে প্রতিপক্ষের মাঠ থেকে কষ্টার্জিত জয় নিয়েই ফেরে রিয়াল। এ জয়ে ৩৬তম লিগ শিরোপার সঙ্গে দূরত্বটা আরেকুট কমল কার্লো আনচেলত্তির দলটির। 

শনিবার মায়োর্কাকে ১–০ গোলে হারিয়ে অন্তত কয়েক ঘণ্টার জন্য হলেও নিকট প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে যায় রিয়াল। ৩১ ম্যাচে ৭৮ পয়েন্ট কার্লো আনচেলত্তির দলের। এক ম্যাচ কম খেলা বার্সার পয়েন্ট ৬৭। রাতেই কাদিজের বিপক্ষে খেলতে নামে দলটি। যে ম্যাচে জয় পায় বার্সেলোনা। 

এস্তাদি মায়োর্কায় গোলশূন্য প্রথমার্ধে অবশ্য দাপট দেখাতে পারেনি রিয়াল মাদ্রিদ। অবনমন অঞ্চলের একটু ওপরে থাকা মায়োর্কা লড়েছে সমান তালেই। ৩১ মিনিটে তো এগিয়েও যেতে পারত দলটি। কর্নার কিক থেকে পাওয়া বলে হেড করেছিলেন দলটির অধিনায়ক আন্তনিও রাইয়ো। রিয়াল মাদ্রিদ গোলরক্ষক আন্দ্রিই লুনিন সেটি ফিরিয়ে দেওয়ার পর ক্লিয়ার করেন বেলিংহাম। ২ মিনিট পরেই অবশ্য দারুণ এক সুযোগ পায় রিয়াল। চুয়ামেনির কাছ থেকে বল পেয়ে  পেনাল্টি বক্সের ঠিক বাইরে থেকে বাঁকানো শট করেন বেলিংহাম। সেটি শুধু ক্রসবারই কাঁপাতে পারে। ৩৮ মিনিটে আবারও গোলের কাছাকাছি গিয়েছিল স্বাগতিত মায়োর্কা। ক্রস ধরতে গিয়ে ভজকট পাকিয়েছিলেন লুনিন। তবে অ্যান্টনি রুডিগার সেই যাত্রায় বাঁচিয়ে দেন রিয়ালকে। 

বিরতির পর ৪৮ মিনিটে দূরপাল্লার এক জোরালো শটে রিয়ালের একমাত্র গোলটি করেছেন অরেলিঁয়ে চুয়ামেনি। বলটি অবশ্য মায়োর্কার এক ডিফেন্ডারের শরীর ছুঁয়ে একটু দিক পাল্টেছিল।

৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল ব্রাহিম দিয়াসের সামনে। কিন্তু বিপজ্জনক জায়গায় থেকেও তিনি শট নেন রাইকোভিচ বরাবর।

এদিকে ম্যাচের ৭২তম মিনিটে গোলের আরেকটি ‘নিশ্চিত’ সুযোগ হাতছাড়া করে রিয়াল। গোললাইন থেকে ফেদে ভালেভেরদের শট ঠেকিয়ে দেন মাতিয়া নাস্তাসিচ। গোলরক্ষক ছিলেন পেছনে, উরুগুয়ে মিডফিল্ডারের হাতে সময় ছিল যথেষ্ট। তবুও তিনি সার্বিয়ান ডিফেন্ডার বরাবর শট নেন, যা অনায়াসেই ঠেকান নাস্তাসিচ।

শেষ দিকে রক্ষণে বাড়তি মনোযোগ দেওয়া রিয়াল অন্তিম সময়ে বেঁচে যায় একটুর জন্য। মাঝমাঠ থেকে আসা বল গ্লাভসে নেওয়ার চেষ্টায় তালগোল পাকান লুনিন। তাকে প্রবল চাপে রাখা ভেদাত মুরিকির সামনে ছিল ফাঁকা জাল। বেশি তাড়াহুড়ায় শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। যে কারণে কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

আগামী রোববার ঘরের মাঠে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে রিয়াল।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন