বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ , ২৩ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
অন্যান্য

রোমাঞ্চ ছড়ানো জয়ে বাতসারাশকিনার কীর্তি

ক্রীড়া ডেস্ক ৩০ জুলাই , ২০২১, ১৫:২০:১৯

534
  • ছবি: টুইটার

মেয়েদের ২৫ মিটার পিস্তল ইভেন্টে রোমাঞ্চ ছড়িয়ে স্বর্ণ জিতলেন ভিতালিনা বাতসারাশকিনা। এরআগে চলতি অলিম্পিকে রাশিয়ান এ শুটার ১০ মিটার পিস্তলে স্বর্ণ ও ১০ মিটার পিস্তলের মিশ্র ইভেন্টে রুপা জেতেন। আর তাতেই  প্রথম নারী শুটার হিসেবে একই আসরে তিনটি পদক জিতে তিনি গড়লেন দারুণ কীর্তি।

আসাকা শুটিং রেঞ্জে শুক্রবার রুপা জেতেন দক্ষিণ কোরিয়ার কিম মিন-জুং। ব্রোঞ্জ জেতেন চীনের শিয়াও জিয়ারুইজুয়ান।

কিমের সঙ্গে শুট-অফের পর বাতসারাশকিনা জানান,  ‌‌'এটা জিতে আমি খুশি ও রোমাঞ্চিত। একই সঙ্গে আমি খুব দ্রুত দেশে ফিরে যাওয়ার জন্য উন্মুখ। সেই মধ্য জুন থেকে আমি বাড়ির বাইরে।'

একই আসরে তিন পদকের কীর্তি গড়ার পর বাতসারাশকিনার আশা, রাশিয়ায় জনপ্রিয় হবে শুটিং, 'বর্তমান ফ্যাসিলিটিজ অপর্যাপ্ত, আশা করি, আমার শহর ওমস্ক এখন স্থানীয় প্রতিভাদের অনুশীলনের জন্য একটি শুটিং রেঞ্জ তৈরি করতে পারবে।'

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন