রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

বিজ্ঞান ও প্রযুক্তি

চাকরি পেতে মালিককে অভিনব প্রস্তাব আবেদনকারীর!

নিউজজি ডেস্ক ৬ মে , ২০২৪, ১৬:৩১:৩৩

67
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বর্তমান প্রতিযোগিতাপূর্ণ চাকরির বাজারে চাকরি পেতে নানা কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। সেসব কাণ্ড মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা যায়। সম্প্রতি তেমনই এক চাকরিপ্রত্যাশীর অভিনব প্রস্তাব এক্সে ভাইরাল হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সোশ্যাল মিডিয়া এক্সে মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন ভারতীয় সফটওয়্যার কোম্পানি উইংফাইয়ের প্রতিষ্ঠাতা পরশ চোপড়া। তিনি জানান, এক আবেদনকারী চাকরির জন্য অভিনব প্রস্তাব দিয়েছেন তাঁকে।  

আবেদনকারীর কাছ থেকে পাওয়া মেসেজের স্ক্রিনশট শেয়ার করেছেন পরশ চোপড়া। স্ক্রিনশটে লেখা ছিল, ‘আমি উইংফাইতে কাজ করতে চাই। আপনার জন্য আমার একটি প্রস্তাব আছে। আমাকে নিয়োগ দেয়ার জন্য আপনাকে ৫০০ ডলার দেব। আমি যদি এক সপ্তাহের মধ্যে নিজেকে সেরাদের একজন হিসাবে প্রমাণ করতে না পারি, তবে আপনি আমাকে চাকরিচ্যুত করতে পারবেন। আর ওই ৫০০ ডলার রেখে দেবেন।’

এই প্রস্তাবের স্ক্রিনশট শেয়ার করে পরশ চোপড়া লিখেছেন, ‘এভাবে আপনি মনোযোগ পেতে পারেন! অবশ্যই টাকা নেব না কিন্তু আমি মুগ্ধ হয়েছি।’

গত ৩ মে এই স্ক্রিনশটটি এক্সে পোস্ট করা হয়। এরইমধ্যে ১ লাখ ২৭ হাজারে বেশি ভিউ হয়েছে। কিছু মানুষ বিষয়টি নিয়ে মজা করলেও অনেকে সমালোচনা করেছেন।

একজন লিখেছেন, ‘এমন দিন এসেছে যে, চাকরির জন্য একজন প্রার্থীকে মনোযোগ আকর্ষণ করতে ডলারের কথা উল্লেখ করতে হয়।’ আরেকজন লিখেছেন, ‘এই প্রস্তাবে মুগ্ধ হওয়া ম্যানেজার নিয়োগের জন্য ভালো হতে পারেন না।’ অপর একজন লিখেছেন, ‘এটি তো ঘুষ প্রদানের সমতুল্য।’

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন