বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

বিদেশ

ভারতের নির্দেশের পর পোস্ট ব্লক করলো এক্স

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল , ২০২৪, ১৬:২৭:৫৭

48
  • ছবি-ইন্টারনেট

ঢাকা: ভারতের নির্বাচন কমিশনের নির্দেশের পর ভারতীয় ব্যবহারকারীদের জন্য রাজনৈতিক বক্তব্য সম্পর্কিত পোস্ট ব্লক করেছে সামাজিক মাধ্যম এক্স। নির্বাচন চলাকালীন এমন পোস্ট ব্লক করতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার থেকে ভারতে নির্বাচন শুরু হচ্ছে। ফল জানা যাবে ৪ জুন।

নির্দেশ মেনে পোস্ট ব্লক করলেও এক বিবৃতিতে এক্স ভারতের নির্বাচন কমিশনের ঐ নির্দেশের সঙ্গে একমত নয় বলে জানিয়েছে। মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত বলে তারা মনে করে।

ভারতে মতপ্রকাশের স্বাধীনতা ব্যাহত হচ্ছে বলে দেশটির প্রধানমন্ত্রী মোদির সমালোচকেরা অভিযোগ করেছেন। গতবছর মোদি প্রশাসনের সমালোচনা করা টুইট ও অ্যাকাউন্ট মুছে ফেলার নির্দেশ শুরুতে না মানায় ভারতের একটি আদালত এক্সকে ৬১ হাজার ডলার জরিমানা করেছিল।

২০১৪ সালে মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর গণমাধ্যম সূচকে দেশটির অবস্থান ২১ ধাপ পিছিয়েছে। বর্তমানে ১৮০ দেশের মধ্যে ভারতের অবস্থান ১৬১।

আগামী সোমবার এক্স এর মালিক ইলন মাস্ক ভারতে মোদির সঙ্গে বৈঠক করবেন। সেখানে ভারতে বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।

গতবছর ব্রাজিলে নির্বাচনের সময়ও ভুয়া তথ্য ছড়ানো অ্যাকাউন্ট মুছে ফেলতে এক্সকে নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথমে নির্দেশ না মানলেও পরে তা অনুসরণ করেছিল এক্স। -ডয়চে ভেলে

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন