মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১ , ৬ জিলকদ ১৪৪৫

বিদেশ

ইউক্রেনকে ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

নিউজজি ডেস্ক ২৯ এপ্রিল , ২০২৪, ০০:০৭:০৩

39
  • ইউক্রেনকে ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

ঢাকা: ইউক্রেনকে ১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া। শনিবার (২৭ এপ্রিল) দেশটির সীমান্তবর্তী লভিভ শহর সফরে গিয়ে এ ঘোষণা দেন অস্ট্রেলীয় প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস। জানিয়েছে দ্য গার্ডিয়ান।

জানা গেছে, সামরিক সহায়তা প্যাকেজে থাকবে স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোনসহ আরও উন্নত সামরিক সরঞ্জাম। মার্লেস বলেন, রাশিয়া-ইউক্রেন সংঘাতে সর্বদাই ইউক্রেনকে সমর্থন করেছে অস্ট্রেলিয়া। সুতরাং দেশটি যতদিন যুদ্ধে জয়লাভ না করবে, ততোদিন অব্যাহত থাকবে সহায়তা।

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন সামরিক সহায়তা আরও প্রদান করা হবে। ইউক্রেনকে এরইমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছে অনেক দেশ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন