বুধবার, ১৫ মে ২০২৪, ৩২ বৈশাখ ১৪৩১ , ৭ জিলকদ ১৪৪৫

দেশ

বিরলে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ১

দিনাজপুর প্রতিনিধি ২৯ এপ্রিল, ২০২৪, ১০:২৩:২২

63
  • ছবি : সংগৃহীত

দিনাজপুর: বিরলের আজিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনাকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় পুলিশের গুলিতে আরো অন্তত ৩ জন আহত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৯টার দিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথে ওই ব্যক্তি মারা যায়।

দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ পুলিশ গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনার তদন্তর জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। আগামী ৩ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

পুলিশ সুপার জানান, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনায় শেষে ২ ইউপি সদস্য প্রার্থী সাইফুল ইসলাম ও জোবাইদুর রহমানের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে পরাজিত প্রার্থী সাইফুল ইসলামের সমর্থকরা হামলা চালায়। তারা ভোট কেন্দ্রের প্রধান দরজা ভেঙে জোর করে প্রবেশ করে ব্যালট বাক্স ছিনতাই ও পুলিশ সদস্যদের উপর হামলা করে। এতে পুলিশ সদস্যরা নিজেদের জানমাল ও সরকারি মালামাল রক্ষার্থে প্রথমে ফাঁকা গুলি করে।

এরপর হামলাকারীরা হামলা বাড়িয়ে দিলে পুলিশ শটগান থেকে ৬০ থেকে ৭০ রাউন্ড গুলি ছোড়ে। এই শট গানের গুলিতে মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি ঘটনাস্থলে পড়ে যায়। পরে স্থানীয়রা আহত মোহাম্মদ আলীকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আনার পথে তার মৃত্যু হয়। এ সময় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে বলে পুলিশ সুপার দাবি করেন।

তিনি আরো বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সাথে এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান মিলু বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে গুলি জাতীয় কিছু ভেদ করে বেরিয়ে গেছে। ময়নাতদন্ত করলে পুরো বিষয়টি নিশ্চিত করতে পারবো।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন