রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

দেশ
  >
জাতীয়

হাই কোর্টের দেয়া তিন আসামির জামিন চেম্বারে স্থগিত

নিউজজি প্রতিবেদক ১৯ অক্টোবর , ২০২১, ১৭:০২:০৫

270
  • হাই কোর্টের দেয়া তিন আসামির জামিন চেম্বারে স্থগিত

ঢাকা: খুলনার রূপসায় থানা এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় হাই কোর্টের দেয়া তিন আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত ৬ সপ্তাহের জন্য জামিন স্থগিত করে। এর ফলে আসামি আকরাম ফকির, জামিল বিশ্বাস ও শরিফুল ইসলামকে কারাগারেই থাকতে হবে। গেল ১৪ অক্টোবর বিচারপতি রেজাউল হক ও বিচারপতি বদরুজ্জামান হাই কোর্ট বেঞ্চ আসামিদের জামিন দেয়।

মামলার এজাহার থেকে জানা যায়, ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে হিন্দু ধর্মাবলম্বী ১০-১৫ জন করোনা থেকে মুক্তি পেতে রাতে ঢোক-ঢাল বাজিয়ে হরিকীর্তন গাইতে গাইতে শিয়ালী মহাশ্মশানের দিকে যাচ্ছিল। তখন গ্রামের মসজিদে নামাজের সময় হওয়ায় মসজিদের ইমাম তাদেরকে নিষেধ করে। এ নিয়ে বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি হয়, পরে পুলিশ উভয়পক্ষের মধ্যে মীমাংসা করে দেয়।

তবে ঘটনার পর দিন সন্ধ্যায় উত্তেজিত ১৫০ থেকে ২০০ মুসল্লি শিয়ালী গ্রামের নিপুল ধর ও শিবধরের বাড়ি হামলা করে। পরে শিয়ালী মহাশ্মশান মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করে রূপসা থানায়।

 

নিউজজি/টিবিএফ/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন