শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
অর্থনীতি

চাল-আটার দাম বাড়ানো অযৌক্তিক : এফবিসিসিআই

নিউজজি প্রতিবেদক ২৮ মে , ২০২২, ২০:১৭:২৪

246
  • চাল-আটার দাম বাড়ানো অযৌক্তিক : এফবিসিসিআই

ঢাকা : এ মুহূর্তে চাল ও আটা-ময়দার দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সিনিয়র সহ-সভাপতি ও সংগঠনের বাজার মনিটরিং কমিটি’র আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু। 

শনিবার (২৮শে মে) সকালে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হল মার্কেটে সংগঠনটির উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, আমদানি, সরবরাহ ও পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

এসময় মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, বিশ্ববাজারে দাম বাড়লে দেশের বাজারে দাম বাড়বে এটা স্বাভাবিক হলেও একে পুঁজি করে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। দেশে মসলার পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে তিনি বলেন, 'ঈদকে সামনে রেখে দাম বাড়ানোর কোনো সুযোগ নেই। বাজারে মসলার পর্যাপ্ত যোগান আছে'। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন