শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ , ১৮ শাওয়াল ১৪৪৫

ফিচার
  >
বিশেষ দিবস

বিশ্ব মশা দিবস আজ

নিউজজি প্রতিবেদক ২০ আগস্ট , ২০২১, ১১:২০:১৮

557
  • বিশ্ব মশা দিবস আজ

ঢাকা: আজ বিশ্ব মশা দিবস। ১৯৩০ সাল থেকে প্রতি বছরের ২০শে আগস্ট মশা দিবস হিসেবে পালিত হচ্ছে। এক সময় সারা বিশ্বে ম্যালেরিয়ার প্রকোপ বেশি থাকলেও এখন বিভিন্ন দেশে বাড়ছে ডেঙ্গু। গবেষণা বলছে, ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগে বছরে আট লাখের বেশি মানুষের মৃত্যু হচ্ছে বিশ্বে।

১৮৯৭ সালের ২০ আগস্ট ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করেন ব্রিটিশ চিকিৎসক রোনাল্ড রস। এই আবিষ্কারের জন্য তিনি পরে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান। তার সম্মানে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন মশা দিবস পালন শুরু করে।

ম্যালেরিয়া নির্মূলে নানা উদ্যোগ আর চিকিৎসা পদ্ধতির উন্নয়নের কারণে নাটকীয়ভাবে কমে এসেছে এই রোগে মৃত্যু। তবে, এখনও মশাবাহিত রোগে প্রতি বছর বিশ্বে মারা যাচ্ছে প্রায় সাড়ে আট লাখ মানুষ। গবেষণা বলছে, গত ৩০ বছরে ডেঙ্গু সংক্রমণ হার বেড়েছে ৩০ গুণ, ১০০টিরও বেশি দেশে ছড়িয়েছে এই রোগ।

গত কয়েক বছর ধরে ডেঙ্গু নিয়ে উদ্বেগ বাংলাদেশেও। ২০১৯ সালে ভয়াবহ রূপ নেয়। গত বছর প্রকোপ কম থাকলেও বেড়েছে এবার। হাসপাতালে ভর্তি হাজারো রোগী।

এ বছর দেশে এডিস মশার কামড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩১ জনের। মশাবাহিত রোগ থেকে বাঁচতে সচেতনতা ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পৃথিবীতে তিন হাজারের বেশি প্রজাতির মশার মধ্যে বাংলাদেশে আছে ২৪ প্রজাতি। এরমধ্যে অ্যানোফিলিস, কিউলেক্স ও এডিস মশা মানুষের মধ্যে রোগ ছড়ানোর জন্য দায়ী।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন