রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

অন্যান্য
  >
একুশে বইমেলা

বইমেলায় ইমন চৌধুরী’র উপন্যাস ‘বকুল বৃক্ষের শহর’

নিউজজি ডেস্ক ৩১ মার্চ , ২০২১, ১৯:১৬:৩৭

  • সংগৃহীত

ঢাকা: বইমেলায় প্রকাশিত হলো ইমন চৌধুরী’র নতুন উপন্যাস ‘বকুল বৃক্ষের শহর’। উপন্যাসটি প্রকাশ করেছে ‘সাহিত্যদেশ’। সাবলীল এবং নির্মেদ গদ্যের জন্য বরাবরই পাঠক প্রশংসিত ইমন চৌধুরী। তার লেখা নতুন এ উপন্যাসেও একই ধারা বজায় রেখেছেন লেখক।

নতুন উপন্যাস সম্পর্কে ইমন চৌধুরী বলেন, “এ উপন্যাসে বাংলাদেশ থেকে ভাগ্যের খোঁজে যারা বিদেশ-বিভুঁইয়ে পাড়ি জমান, তাদের টিকে থাকার বহুমাত্রিক লড়াইয়ের খানিকটা তুলে আনার চেষ্টা করেছি আমি। উপন্যাসের প্রধান চরিত্র বাদল নামে বাংলাদেশের এক মধ্যবিত্ত যুবক। ভাগ্যের খোঁজে যে পাড়ি জমায় ইউরোপে। ইউরোপের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসের শার দু গল বিমান বন্দরে যখন সে পা রাখে, তখন তার পকেটে মাত্র একশ বিশ ইউরো! রীতিমতো কপর্দকশূন্য এক বাংলাদেশি যুবক। এভাবেই শুরু। কিন্তু শেষটা কি আমরা জানি! সবমিলিয়ে আমি চেষ্টা করেছি আরেকটি পরিপূর্ণ উপন্যাস পাঠকের হাতে তুলে দিতে।”

উপন্যাসটির প্রচ্ছদ করেছেন মাঝহার কচি। ১২৮ পৃষ্ঠার এ উপন্যাসটির মূল্য ২০০ টাকা। বইমেলায় সাহিত্যদেশ (স্টল নম্বর ৭৩-৭৪)-এর স্টল ছাড়াও পাঠকরা ঘরে বসে বইটি সংগ্রহ করতে পারবেন দেশের বিভিন্ন অনলাইন বুক শপ থেকেও।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন