রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

খেলা

মারাঠা অ্যারাবিয়ান্সকে জয় উপহার দিলেন মোসাদ্দেক-মোক্তার

স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৮, ২০২১, ২০:৫৮:২০

372
  • মোসাদ্দেক হোসেন সৈকত। ছবি-ইন্টারনেট

বাংলাদেশ দলের বাইরে কাটছে মোসাদ্দেক হোসেনের ১৪ মাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে পাননি জায়গা। সেই কষ্টটা ভুলতে আবুধাবির টি-১০ ক্রিকেট লিগকে নিয়েছেন সিরিয়াসলি।  

পাকিস্তানের মোহাম্মদ হাফিজের মতো সিনিয়র ক্রিকেটার থাকতে মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক নির্বাচন করে যথার্থ সিদ্ধান্তই নিয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স। টি-১০ লিগের প্রথম ম্যাচেই মারাঠা অ্যারাবিয়ান্সকে জয় উপহার দিয়েছেন মোসাদ্দেক সৈকত।

শেষ ২ বলে ৫ রানের টার্গেট যখন মারাঠা অ্যারাবিয়ান্সের, দক্ষিন আফ্রিকা পেসার ওয়েন পার্নেলকে তখন ব্যাকওয়ার্ড পয়েন্ট ও কভার দিয়ে দু'টি দর্শনীয় বাউন্ডারিতে ৫ উইকেটের জয় উপহার দিয়েছেন মোসাদ্দেক।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বৃহস্পতিবার নর্দান ওরিয়র্সকে ১২/২-এ আটকে ফেলে মোসাদ্দেকের দল। ব্রান্ডন কিং ১৩ বলে ২৯,লেন্ডন সিমন্স ৩১ বলে ৭ চার,১ ছক্কায় ৫৪*,নিকোলাস পুরান ৯ বলে ১৯ এবং বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলা রোভমন পাওয়েল করেছেন ৭ বলে ২২ নট আউট। নর্দান ওরিয়র্সের ২ উইকেটের মধ্যে একটিই পেয়েছে মারাঠা অ্যারাবিয়ান্স বোলার। সেই উইকেটটি বাংলাদেশের মোক্তার আলীর। শ্লোয়ার ডেলিভারিতে নিকোলাস পুরানকে ডিপ মিড উইকেটে ক্যাচ দিতে বাধ্য করেছেন মোক্তার আলী।

১২৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবদুস শাকুরের ২৮ বলে ৭ চার,৫ ছক্কায় ৭৩ রান এবং মোহাম্মদ হাফিজের ৮ বলে ১৯ রানে জয়ের কক্ষপথে ছিল মারাঠা অ্যারাবিয়ান্স। শেষ ৭ বলে জয়ের জন্য যখন দরকার ১০ রান, তখন মোসাদ্দেক-মোক্তার মারাঠা অ্যারাবিয়ান্সকে দিয়েছে জয় উপহার। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন