মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ফুটবল

রোনালদোর গোলে ম্যানইউয়ের রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক ৩০ সেপ্টেম্বর , ২০২১, ১০:১৮:০৯

360
  • ছবি: টুইটার

চলতি মৌসুমের শুরুটা দারুণ করলেও মাঝে নিজেদের ছন্দ হারিয়ে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবারও জেগেছিল শঙ্কা। তবে শেষ দিকে অবশ্য পার্থক্য গড়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো। উজ্জীবিত ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে প্রথম জয়ের দেখা পেল উলে গুনার সুলশারের দলটি।

ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে ম্যানইউ। পাকো আলকাসেরের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন আলেক্স তেলেস। আর শেষ সময়ে জয়সূচক গোলটি করেন রোনালদো।

ঘরের মাঠে শুরুতে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি ম্যানইউ। এ সুযোগে প্রথম ষষ্ঠ মিনিটে ভীতি ছড়ায় ভিয়ারিয়াল। ডিফেন্ডারদের চোখকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ঢুকে পড়লেও গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন আরনট ডানজুমা। চার মিনিট পর ডাচ এই উইঙ্গারের শট ঝাঁপিয়ে ফেরান দাভিদ দে হেয়া।

সপ্তদশ মিনিটে আবারও ইউনাইটেড শিবিরে ডানজুমার হানা। ডিফেন্ডার দিয়োগো দালোতকে ফাঁকি দিয়ে ডি-বক্সে ক্রস বাড়ান তিনি। আর পাকো আলকাসেরের লাফিয়ে নেওয়া হেড লাফিয়ে এক হাত দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান ইউনাইটেড গোলরক্ষক। খানিক পর আরেকটি বিপজ্জনক আক্রমণে আলকাসেরের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে আবারও বেঁচে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে আচমকায় এগিয়ে যায় ভিয়ারিয়াল। বাঁ থেকে ডানজুমার গোলমুখে বাড়ানো ক্রসে পা বাড়িয়ে টোকায় বল জালে পাঠান আলকাসের। এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য স্থায়ী হয়নি তাদের। সাত মিনিট পরই দুর্দান্ত এক গোলে সমতা টানেন তেলেস। ডান দিক থেকে ব্রুনো ফের্নান্দেসের ক্রস ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের জোরালো ভলি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। বক্সে প্রতিপক্ষের অনেক খেলোয়াড়ের মাঝ দিয়ে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।

নিশ্চিত ড্রয়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচের পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে উল্লাসে ভাসে ওল্ড ট্র্যাফোর্ড। বাঁ দিক থেকে ফ্রেদের দারুণ ক্রসে হেডে সামনে জেসে লিনগার্ডের পায়ে বল বাড়ান রোনালদো। ভিড়ের মধ্যে ছোট টোকায় ফেরত পাঠান লিনগার্ড আর দুরূহ কোণ থেকে জোরালো শটে গোলটি করেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। শেষ পর্যন্ত তাই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন