মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

বিদেশ

‘মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য দায়ী নেতানিয়াহু’

নিউজজি ডেস্ক ১৭ এপ্রিল , ২০২৪, ১১:৪২:০৬

57
  • ‘মধ্যপ্রাচ্যে উত্তেজনার জন্য দায়ী নেতানিয়াহু’

ঢাকা: মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। স্থানীয় সময় মঙ্গলাবর (১৬ই এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 

এরদোয়ান বলেন, আঞ্চলিক সংঘাত উসকে দেয়ার চেষ্টা করছে ইসরাইল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই পরিকল্পনারই একটি অংশ।

তুর্কি নেতা বলেন, গাজায় ইসরাইলের ‘নিষ্ঠুরতা ও গণহত্যা’ যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে।

ইসরাইলে ইরানের হামলার নিন্দা জানানোয় তিনি পশ্চিমাদের সমালোচনা করেন। এরদোয়ান বলেন, যখন সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরাইল হামলা চালায় তখন পশ্চিমারা এ ঘটনায় চুপ ছিল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন