সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ , ২৭ শাওয়াল ১৪৪৫

বিদেশ

জিবুতিতে নৌকা ডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৮

নিউজজি ডেস্ক ২৩ এপ্রিল , ২০২৪, ১৯:০৭:৪৫

54
  • ছবি-ইন্টারনেট

ঢাকা: জিবুতিতে নৌকা ডুবে ১৬ অভিবাসনপ্রত্যাশী মারা গেছে। এ দুর্ঘটনার পর এখনও নিখোঁজ রয়েছে ২৮ জন। আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএম জানায়, দুই সপ্তাহ আগেই জিবুতি উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা ডুবে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। ওই নৌকায় প্রধানত ইথিওপিয়ান অভিবাসনপ্রত্যাশীরা ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইওএমের পক্ষ থেকে বলা হয়, জিবুতিতে ৭৭ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। নৌকাটিতে শিশুও ছিল। এ পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২৮ জন। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কার্যক্রম চলছে।

গত ৮ এপ্রিল জিবুতির গদোরিয়া উপকূলে ৬০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীবাহী নৌকা ডুবে যায়। এ দুর্ঘটনায় শিশুসহ ৩৮ জনের মৃত্যু হয়। এখনও নিখোঁজ আছে ছয়জন। ওই নৌকাটি ইথিওপিয়া থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল।

যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও উন্নত জীবনযাপনের আশায় প্রতি বছর হাজার হাজার আফ্রিকান অভিবাসনপ্রাত্যাশী লোহিত সাগরের ওপারে  যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনের হয়ে সৌদি আরবে যান।

নিউজজি/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন