রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ , ১১ জিলকদ ১৪৪৫

বিদেশ

অস্ট্রেলিয়ায় ব্যাপক মিছিল-সমাবেশ

নিউজজি ডেস্ক ২৯ এপ্রিল , ২০২৪, ১৩:১০:৫৩

59
  • ছবি-ইন্টারনেট

ঢাকা: অস্ট্রেলিয়ায় নারীর প্রতি সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় গত রোববার দেশজুড়ে ব্যাপক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনকারীরা লিঙ্গভিত্তিক সহিংসতাকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানিয়ে এ সহিংসতা বন্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজিও এ ইস্যুটিকে জাতীয় সংকট বলে অভিহিত করেছেন। অস্ট্রেলিয়ায় চলতি বছরে এ পর্যন্ত গড়ে প্রতি চার দিনে একজন নারী খুন হয়েছেন।

মিছিল-সমাবেশের আয়োজনকারী মার্টিনা ফেরেরারা বলেন, তারা এমন বিকল্প প্রতিবেদন চান যে সেখানে সহিংসতা থেকে বেঁচে ফেরা ভুক্তভোগীরা তাদের কাহিনি এবং তাদের নিরাময়ের গল্প তুলে ধরবেন। মার্টিনা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অবিলম্বে সরকারের পদক্ষেপ কামনা করেন তারা। রাজধানী ক্যানবেরায় এক সমাবেশে আলবানিজি বলেছেন, সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি, আইনি ব্যবস্থা এবং সরকারের এগিয়ে আসার পদ্ধতির পরিবর্তন আনা প্রয়োজন। চলতি মাসে সিডনির একটি শপিং সেন্টারে এক ব্যক্তির ছুরিকাঘাতে ৫ নারীসহ ৬ জন নিহত হন।

হামলাকারী বেছে বেছে নারীদের লক্ষ্যবস্তু করেছিল বলে পুলিশ মনে করছে। সূত্র : বিবিসি

নিউজজি/এস দত্ত

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন