মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

সাহিত্য

`সফদার ডাক্তার`-এর ছড়াকার হোসনে আরার মৃত্যুবার্ষিকী

নিউজজি ডেস্ক ৩১ মার্চ , ২০২৪, ২৩:৪০:৫৫

64
  • `সফদার ডাক্তার`-এর ছড়াকার হোসনে আরার মৃত্যুবার্ষিকী

ঢাকা: হোসনে আরা বাংলাদেশের একজন জনপ্রিয় সাহিত্যিক। যিনি ছড়াকার হিসেবে অধিক জনপ্রিয়। তার লিখিত সফদার ডাক্তার কবিতাটি চল্লিশের দশকে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং বর্তমানেও জনপ্রিয়। একসময়ে কবিতাটি বাংলাদেশে পাঠ্য হিসেবে বাংলা বইয়ে পঠিত হতো।

তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও বহুবার কারাবরণ করেন। তিনি ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে সহযোগিতা করেন। কবি হোসনে আরা বাংলা একাডেমি ও শিশু একাডেমি পুরস্কার পান। তার বিখ্যাত কবিতা—সফদার ডাক্তার মাথা/ভরা টাক তার/ক্ষিদে পেলে পানি খায় চিবিয়ে... আজও সবার মুখে মুখে। তার বেশ কয়েকটি ছড়ার বই ও বড়দের কবিতার বই রয়েছে। তিনি সাংবাদিক, সাহিত্যিক ও শিশু সংগঠক মরহুম মোহাম্মদ মোদাব্বেরের স্ত্রী। হোসনে আরা চার পুত্র ও এক কন্যা নিয়ে ঢাকার মোহাম্মদপুরে বাস করতেন। ১৯৯৯ সালের ৩১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

ছড়াকার হোসনে আরা শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য ১৯৬১ সালে বাংলা একাডেমি ও ১৯৯২ সালে পান শিশু একাডেমি পুরস্কার। তিনি হয়তো নেই, তবুও তার সৃষ্টির মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন