বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ , ২৩ শাওয়াল ১৪৪৫

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

আট ব্যান্ড নিয়ে ‘দ্য স্কুল অব রক’

নিউজজি প্রতিবেদক ২৪ আগস্ট , ২০২৩, ১৩:০০:২৮

997
  • ছবি: সংগৃহীত

ইটিসি ইভেন্টস লিমিটেড আয়োজন করছে বছরের সব থেকে বড় রক কনসার্ট ‘দ্য স্কুল অব রক ভলিউম ১’। আসছে ১৫ সেপ্টেম্বর ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ৪ নম্বর হলে এটি অনুষ্ঠিত হবে। সেখানে মঞ্চ কাঁপাতে আসছে দেশসেরা সব ব্যান্ড।

মূল লাইনআপের মধ্যে অ্যাভয়েড রাফা, আফটার ম্যাথ ও কার্নিভালের নাম প্রকাশ করে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে দ্য স্কুল অব রক কনসার্টটি। ব্যান্ড মিউজিক ভক্তরা পুরো লাইনআপ উন্মোচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এ ছাড়া ইটিসি ইভেন্টস লিমিটেডের পক্ষ থেকে শিগগিরই আসবে নতুন ব্যান্ডদের জন্য খুব বড় একটি ঘোষণাও। ইটিসি ইভেন্টস লিমিটেডের মুখপাত্র জানান, দেশের তরুণ-তরুণীদের জন্য সুস্থ ও নিরাপদ একটি ইভেন্ট আয়োজন করাই তাদের উদ্দেশ্য। দেশের সেরা শিল্পীরা তাদের পরিবেশনার মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের মনে রাখার মতো একটা সন্ধ্যা উপহার দিতে চান।

পরবর্তী ব্যান্ডের নাম, নতুন ব্যান্ডদের সুযোগ ও ইভেন্ট সম্পর্কে সব তথ্য পাওয়া যাবে ইটিসি ইভেন্টস লিমিটেডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন