রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

আর স্টেজে দেখা যাবে না ‘নেমেসিস’কে!

নিউজজি ডেস্ক ৩১ মে , ২০১৯, ১৫:৩৬:৪৬

12K
  • আর স্টেজে দেখা যাবে না ‘নেমেসিস’কে!

এই সময়ের বিশেষ করে তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম হলো ‘নেমেসিস’। নিজস্ব সিগনেচার স্টাইল দিয়ে সবসময়ে শ্রোতাদের পছন্দের জায়গা দখল করে রেখেছে ব্যান্ডটি। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে নিজেদের একটি সিঙ্গেল ট্র্যাক ‘কোনদিন’ রিলিজ করে জোহাদরা। গান রিলিজ, স্টেজ পারফর্মেন্স-সহ সবসময় ব্যস্ত থাকে নেমেসিস। হঠাৎ আজকে নিজেদের ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোষ্ট দিয়েছে ব্যান্ডটি যা চমকে দেবার মতো।

বিরতিতে যাচ্ছে নেমেসিস ব্যান্ড! কিছুক্ষণ আগে নিজেদের পেজ থেকে এক স্টেটমেন্টের মাধ্যমে এ কথা জানায় কবে, গণজোয়ার, জয়ধ্বনিসহ অসংখ্য হিট গান উপহার দেয়া এই ব্যান্ডটি। স্টেজ পারফর্মেন্সসহ কোনো প্রকার মিউজিকাল কার্যক্রমেও দেখা যাবে না নেমেসিসকে। কিন্তু ঠিক কতদিনের জন্য বিরতিতে যাচ্ছে ব্যান্ডটি সে বিষয়ে এখনো জানা যায়নি।

হুবহু পোষ্টটি নিউজজি২৪-এর পাঠকদের জন্য তুলে ধরা হলো-

নেমেসিসের এমন পোষ্টের পর তাদের ফ্যানরা বেশ অবাক। অনেকে এমন সিদ্ধান্তকে সঠিক মনে করছেন। অনেকে তাদের এমন সিদ্ধান্তে মন খারাপ করে তাদের ফিরে আসার অনুরোধ জানাচ্ছেন।

আভিমান্যুয় জয়রাম নামের এক নেমেসিস ভক্ত ব্যান্ডটির এই পোষ্টে কমেন্ট করেছেন, “এটি একটি সঠিক সিদ্ধান্ত। ভবিষ্যতে আমি আমার সন্তানদের বলতে পারবো এমন একটি ব্যান্ডের কনসার্ট আমি দেখেছিলাম। আমি তাদের জানাতে পারবো এটা ছিলো আমার ছোটবেলার ব্যান্ড।”

আরেক ভক্ত শাফিন চৌধুরী কমেন্টস করেছেন, “এমনটি হতে পারে না! ফিরে এসো নেমেসিস! তোমাদের অপেক্ষায় রইলাম।” ফয়সাল হাসান অনিক বলেন, “আমরা এটা নিয়ে কিছুই করতে পারি না। কিন্তু দোয়া করতে পারি তারা যেনো ফিরে আসে”।

রকমিউজিক ফ্যানদের জন্য এবারের ঈদ অন্যবারের থেকে একটু বেশি আনন্দের। কারণ বহুবছর পর ঈদে একসঙ্গে অনেকগুলো জনপ্রিয় ব্যান্ডের মৌলিক গান এবং মিউজিক ভিডিও আসছে। এমন সময় নেমেসিসের এমন ঘোষণা ব্যান্ড মিউজিক ফ্যানদের কপালে খানিকটা ভাঁজ ফেলছে।

তবে আমরা আশা করবো খুব শীঘ্রই বিরতি থেকে আবারও ফ্যানদের মাঝে ফিরে আসবে ব্যান্ডটি। নিয়মিত স্টেজে দেখা যাবে নেমেসিস-কে।

 

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন