বুধবার, ১৫ মে ২০২৪, ৩২ বৈশাখ ১৪৩১ , ৭ জিলকদ ১৪৪৫

ফিচার

ফটোশপ ও পিডিএফের উদ্ভাবক গ্যাসকি মারা গেছেন

নিউজজি ডেস্ক এপ্রিল ১৯, ২০২১, ১১:১৪:০৩

581
  • ছবি : ইন্টারনেট থেকে

ঢাকা: এডোবির সফটওয়্যারের সহপ্রতিষ্ঠাতা চার্লস গ্যাসকি মারা গেছেন। শুক্রবার (১৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় তার মৃত্যু হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠান এডোবি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। চার্লস গ্যাসকি ১৯৮২ সালে এডোবির প্রতিষ্ঠা করেন। পোর্টেবল ডকুমেন্ট ফরমেট বা পিডিএফ উদ্ভাবনেও সহায়তা করেন তিনি।

এক শোকবার্তায় এডোবির প্রধান নির্বাহী কর্মকর্তা শান্তানু নারায়ণ বলেন, ডেস্কটপ প্রকাশনায় তিনি বিপ্লব এনে দিয়েছিলেন। তার মৃত্যুতে পুরো এডোবি পরিবার শোকাহত ও প্রযুক্তি শিল্পের জন্য বড় ক্ষতি। তিনি ছিলেন এ জগতের নির্দেশক ও নায়ক।

তিনি আরো বলেন, গ্যাসকি ও জন ওয়ারনক এমন সফটওয়্যার উদ্ভাবন করছেন, যা সবকিছু বদলে দিয়েছে। মানুষের যোগাযোগের ক্ষেত্রে যা বিপ্লবী ভূমিকা রেখেছে। পিডিএফ, অ্যাকরোব্যাট, ইলাসট্রেটর, প্রিমিয়ার প্রো ও ফটোশপের মতো সফটওয়্যার উদ্ভাবনে তারা ভূমিকা রেখেছেন।

২০০৯ সালে গ্যাসকি ও ওয়ারনককে জাতীয় প্রযুক্তি মেডেল দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সুত্র : ইয়াহু নিউজ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন