রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

অন্যান্য
  >
করোনাভাইরাস

চীনের সিনোফার্ম টিকার অনুমোদন দিলো ডব্লিউএইচও

নিউজজি ডেস্ক ৮ মে , ২০২১, ১২:২৮:১৮

  • ছবি: ইন্টারনেট

ঢাকা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সিনোফার্মের টিকার অনুমোদন দিয়েছেন। মহামারি করোনাভাইরাসের এই সময় জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দিলো সংস্থাটি। খবর আল-জাজিরা।

প্রতিবেদন থেকে জানা গেছে, চীনের এই টিকার অনুমোদন করোনা রোধে টিকার নিরাপত্তা ও কার্যকারিতার বিষয়ে জাতীয় নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবুজ সংকেতের ইঙ্গিত। ফলে বিশ্বের দরিদ্র দেশগুলোয় করোনার টিকা সরবরাহের কর্মসূচি কোভ্যাক্সে এ টিকার অন্তর্ভুক্তির অনুমোদন সহজেই পাওয়া যাবে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা রোধে ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, জনসন ও জনসন এবং মডার্নার টিকার জরুরি অনুমোদন দিয়েছে।

এদিকে গত ২৯ এপ্রিল বাংলাদেশ সরকার সিনোফার্মের টিকা জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়। ভারত সেরাম ইনস্টিটিউট তাদের টিকা রপ্তানি স্থগিতের ঘোষণা দিলে এই সিদ্ধান্ত নেয়া হয়।

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন