বুধবার, ১৫ মে ২০২৪, ৩২ বৈশাখ ১৪৩১ , ৭ জিলকদ ১৪৪৫

খেলা

প্রস্তুতি ম্যাচে তামিম সাইফের ব্যাটিংয়ে সন্তুস্ট নান্নু

স্পোর্টস রিপোর্টার এপ্রিল ১৭, ২০২১, ১৭:৫৯:৪০

491
  • বিসিবির হোয়াটসঅ্যাপে দেয়া নান্নুর ইন্টারভিউ। ছবি-ভিডিও থেকে নেয়া

কোয়ারেন্টিন শেষে ২ দিন নিজেদের মধ্যে অনুশীলন করে ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে এখন বাংলাদেশ দল। শনিবার থেকে শ্রীলংকার কাটুনায়েকে মাঠে তামিম একাদশ বনাম মুমিনুল একাদশের ব্যানারে শুরু হওয়া ম্যাচে প্রথম দিন তামিম একাদশের ব্যাটসম্যানরা ব্যাটিংয়ে কাটিয়েছেন।

ওপেনিং করতে নেমে তামিম-সাইফ হাসান প্রথম সেশনে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন। দুই জনের কেউ আউট হননি। ফিফটি পেয়েই ছেড়েছেন তারা। তামিম ৬৩ এব সাইফ ৫২ রানে রিটায়ার্ড করেছেন ।

তামিম একাদশের ওপেনিং জুটির এই ব্যাটিংয়ে সন্তুষ্ট প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু- 'উইকেটের যে কন্ডিশন ছিল প্রথম ঘন্টায় ব্যাটিং করা কঠিন ছিল। আমাদের ওপেনার তামিম, সাইফ এরা অসাধারণ ব্যাটিং করেছে। শান্ত, মুশফিকও দারুণ ব্যাটিং করেছে।'

টেস্ট সিরিজের আগে শ্রীলংকার মাটিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুই দিনের ম্যাচ খেলাকে প্রস্তুতির দারুণ সুযোগ বলে মনে করছেন নান্নু-'এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ আমরা শ্রীলঙ্কায় আসার পর অনুশীলন ম্যাচের যে আয়োজন এই আয়োজনে আমরা ফ্যাসিলিটিজগুলো পুরোপুরি ব্যবহার করতে পেরেছি। আমাদের খেলোয়াড়েরা দুইদিন অনুশীলনের পরই এই প্র্যাকটিস ম্যাচটা পেয়েছে, এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। বিশেষ করে ওয়েদার, কন্ডিশন সবকিছুর সাথে মানিয়ে নেয়ার জন্য।'

প্রথম দিনেই উইকেট,আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারাকেও বড় করে দেখছেন নান্নু-' উইকেট এবং যে হিউমিড এখানে তার সাথে পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুইদিনের ম্যাচের প্রথমদিন আমরা শেষ করতে যাচ্ছি আজ, আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সাথে। এবং যথেষ্ট ভালো প্র্যাকটিস হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে, বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন লেংথ ও ভালো জায়গায় বল করার। সবমিলিয়ে আমি বলবো এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল আরও একদিনের খেলা আছে। আমি মনে করি এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।'

সারা দিন উইকেট পড়েছে মাত্র একটি। বোলাররা হয়েছে ব্যর্থ,তারপরও বোলারদের বোলিংকে বাহাবা দিয়েছেন নান্নু-'বোলাররাও হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস এই প্র্যাকটিস ম্যাচ থেকে আমরা যথেষ্ট ভালো কিছু ফিডব্যাক পেয়েছি।এখানে প্র্যাকটিস ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে।'

প্রস্তুতি ম্যাচের মতো মূল ম্যাচেও ফ্লাট উইকেটের প্রত্যাশা করছেন নান্নু-' যে উইকেট ও কন্ডিশন...বাউন্স যথেষ্ট ভালো, যেহেতু এটা অনেকটা ফ্ল্যাট ট্র্যাকের মত। হয়তো টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন আরও একটা দিন বাকি আছে ম্যাচ প্র্যাকটিসে অভ্যস্ত হওয়ার জন্য। আমার বিশ্বাস যে আমাদের বোলাররা খুব তাড়াতাড়ি অভ্যস্ত হতে পারবে, টেস্ট ক্রিকেটের আগে প্রস্তুতির জন্য যথেষ্ট কাজে লাগবে।এই শেপে যদি ব্যাট করতে পারি তাহলে আমাদের টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।'

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন