সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ , ২৭ শাওয়াল ১৪৪৫

খেলা

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে সাত ভেন্যুতে

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৬, ২০২১, ১৩:২৪:১৩

350
  • ছবি: ইন্টারনেট

আগামী বছরের ১৬ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মঙ্গলবার ভোরে আসন্ন বিশ্বকাপের ভেন্যুর তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এরপরই জানা গেল ২০২২ সালের বিশ্বকাপের খেলা হবে সাত ভেন্যুতে।

অস্ট্রেলিয়ার যে ৭ ভেন্যুতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা সেগুলো হল- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ ও সিডনি।
 
গেল আসরের মতো ২০২২ সালেও আগে আট দল নিয়ে হবে প্রথম রাউন্ডের খেলা। পরে সেখান থেকে ওঠা চার দল ও র‍্যাংকিংয়ের শীর্ষ ৮ দল নিয়ে হবে সুপার টুয়েলভের খেলা।
 
চলতি বিশ্বকাপে সুপার টুয়েলভে ওঠার ১২ দল সরাসরিই খেলবে আগামী বিশ্বকাপে। এর মধ্যে র‍্যাংকিংয়ের সেরা আট দল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বাংলাদেশ, ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও আফগানিস্তান খেলবে সরাসরি সুপার টুয়েলভে। আর প্রথম রাউন্ডে খেলবে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। বাছাইপর্ব থেকে আসা আরও চারটি দল যোগ দেবে প্রথম রাউন্ডের খেলায়। আগামী বছরের ফেব্রুয়ারিতে ওমান ও জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে হবে বিশ্বকাপ বাছাইপর্বের খেলা।
 
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচ দুটি হবে যথাক্রমে ৯ ও ১০ নভেম্বর। আর ফাইনাল হবে ১৩ নভেম্বর।
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন