বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

খেলা

শরিফুলের তোপে জিতে লাঞ্চ সেরেছে আবাহনী

স্পোর্টস রিপোর্টার এপ্রিল ১৮, ২০২৪, ১৩:৫০:২১

154
  • শরিফুলের উইকেট উৎসব। ছবি-বিসিবি

শেখ জামাল ধানমন্ডি : ৮৮/১০ (২২.৪ ওভারে)

আবাহনী : ৯১/০ (১০.২ ওভারে)

ফল : আবাহনী ১০ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : শরিফুল ইসলাম (আবাহনী)।

যে সময়ে লঞ্চ ব্রেকে যাওয়ার কথা, সে সময়ে মাঠের মাঝে নেট দিয়ে ঘিরে সেন্টার উইকেটে ব্যাটিং প্র্যাকটিস করছে আবাহনী! তাহলে কী আবাহনী-শেখ জামাল ধানমন্ডির ম্যাচটি পরিত্যক্ত হয়েছে ?

শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরে ঢুকেছেন যারা, এ প্রশ্ন করতেই পারেন তারা। তবে আসল ঘটনা হলো, গতবারের চ্যাম্পিয়ন-রানার্স আপের ১০০ ওভারের ম্যাচটি শেষ হয়েছে ৩৩ ওভারে! ২৩৮ বল হাতে রেখে ১০ উইকেটে জিতে অপরাজিত থাকার আনন্দে প্রথম পর্ব শেষ করেছে আবাহনী।

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বৈশাখের তপ্ত রোদে মাত্র ২২.৪ ওভারে ৮৮ রানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে অল আউট করেছে আবাহনী।

আবাহনীর বাঁ হাতি পেসার শরিফুলের তোপে (৭-১-৩৫-৪) চোখে সরষের ফুল দেখেছে গতবারের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি। শরিফুল প্রথম স্পেলে (৫-১-২০-২) সাইফ হাসান থার্ডম্যানে দিয়েছেন ক্যাচ (১৬), রবি হয়েছেন বোল্ড (৪)।

শেষ স্পেলের (১-০-৭-২) শেষ ওভারের প্রথম বলে জিয়াউর বোল্ড (২), শেষ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ইয়াসির আলী দিয়েছেন ক্যাচ (১৭)।

শরিফুলের বোলিংয়ে উদ্বুদ্ধ পেসার তাসকিন পেয়েছেন ২ উইকেট (২/১৬), তানজিম সাকিব পেয়েছেন ১ উইকেট (১/২২)। বাঁ হাতি স্পিনার তানভির ২টি (৪.৪-০-৭-২) এবং অফ স্পিনার সৈকত ১টি (১/৫) উইকেট পেয়েছেন।

পুরো ইনিংসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ব্যাটাররা মেরেছেন ৯টি বাউন্ডারি। ডাবল ফিগারের নাগাল পেয়েছেন ৪ ব্যাটার, ৩ জন দেখেননি রানের মুখ। সর্বোচ্চ ৩২ বলে ৩ বাউন্ডারি, ১ ছক্কায় ২৩ রান করেছেন সৈকত আলী।

জবাবে টি-২০ আমেজে ব্যাট করে ৬২ বল খেলে ১০ উইকেটে জিতে লাঞ্চ টেবিলে গেছে আবাহনী। বিজয় ২২ বলে ৩ চার, ৩ ছক্কায় ৩৭ রানে এবং নাঈম শেখ ৪০ বলে ৮ চার, ১ ছক্কায় ৫৩ রানে অপরাজিত ছিলেন।

প্রথম পর্বে সব ম্যাচ জিতে (১১ ম্যাচে ২২ পয়েন্ট) সুপার লিগে উঠে শিরোপা অক্ষুন্ন রাখার পথটা মসৃন করেছে আবাহনী। সেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ জামাল ধানমন্ডির সংগ্রহ ১৬ পয়েন্ট। সুপার লিগে ৩টি ম্যাচ জিতলেই শিরোপা অক্ষুন্ন রাখবে আবাহনী। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন