বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ , ২২ শাওয়াল ১৪৪৫

শিল্প-সংস্কৃতি

মনুুষ্যত্বের জয়গান গাওয়ার আহবান ছায়ানটের

নিউজজি প্রতিবেদক ৭ এপ্রিল, ২০২৪, ০১:১১:২১

121
  • মনুুষ্যত্বের জয়গান গাওয়ার আহবান ছায়ানটের

ঢাকা: ভালোবাসার শক্তিতে বাঙালিকে মনুষ্যত্বের জয়গান গাওয়ার আহ্বান জানিয়েছে ছায়ানট। তাই ‘দূর করো আত্মকেন্দ্রিকতা, আপনি জ্বালো এইতো আলো’ এই প্রতিপাদ্য এবারে বাংলা বর্ষবরণে। বাংলা ১৪৩১ বর্ষবরণ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। 

তিনি জানান, পহেলা বৈশাখে সকাল সোয়া ছয়টায় রমনার বটমূলে শুরু হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। দেশের গান, রবীন্দ্র সঙ্গীত ও নজরুলের গানে চৈত্রের সকালে ছায়ানট মিলনাতনে পয়লা বৈশাখ উদযাপনের মহরায় মেতেছিল শিক্ষার্থীরা। 

বাদ্যযন্ত্রের তালে বারেবারে চর্চা, এ সাধনা কেবই হয় শুদ্ধ সংগীত পরিবেশনায়। গানের চর্চা শেষে সংবাদ সম্মেলনে ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা জানান, এবারে মানুষের জয়গান গাইবে ছায়ানট। স্বার্থপরতা থেকে বের হয়ে মনুষ্যত্বকে পাওয়ার অভিলাষী আহ্বান জানানো হবে।

রমনা বটমূলে বর্ষবরণের আয়োজনে ১১টি সমন্বিত আর ১৫ টি একক পরিবেশনা থাকছে। এসময় ছায়ানটের দীর্ঘপথচলার কথা তুলে ধরেন সংগঠনের সহ-সভাপতি খায়রুল আনাম শাকিল।  

অনাচার-অবিচার, যুদ্ধ-হানাহানিতে মানবহৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, তা থেকে বের হয়ে আসতেই শিল্পীদের সম্মিলিত কণ্ঠে উচ্চারিত হয় ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ  তোমার রবেই রবে’।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন