রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ , ২৬ শাওয়াল ১৪৪৫

খেলা

এক ধাপ পেরুলে শিরোপা আবাহনীর

স্পোর্টস রিপোর্টার এপ্রিল ২৫, ২০২৪, ১৭:০৫:৪৫

148
  • সেঞ্চুরির পর শান্ত। ছবি-বিসিবি

আবাহনী : ৩৪৩/৫ (৫০.০ ওভারে)

গাজী গ্রুপ : ১৭২/১০ (৩৫.১ ওভারে)

ফল : আবাহনী ১৭১ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : নাজমুল হোসেন শান্ত (আবাহনী)।

প্রথম পর্বে সব ম্যাচ জিতে শিরোপা অক্ষুন্ন রাখার দৌড়ে অনেকটাই এগিয়ে সুপার লিগ শুরু করেছে আবাহনী। শিরোপা আবহে সুপার লিগের শুরুটাও হয়েছে দারুণ।

সুপার লিগে দ্বিতীয় রাউন্ডে গাজী গ্রুপকে ১৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপার দ্বার প্রান্তে এখন আবাহনী।

বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামে মোহামেডান হেরে গেলে সুপার লিগের তিন রাউন্ড হাতে রেখে ২২ তম শিরোপা উৎসবে মেতে উঠতে পারতো আবাহনী।

নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে থেকে, নেট রান রেখে এগিয়ে এক প্রকার শিরোপায় হাত দিয়ে ফেলেছে আবাহনী। তবে শিরোপা জয়ের আনুষ্ঠানিকতার জন্য আবাহনীকে এখন অপেক্ষা সুপার লিগের তৃতীয় রাউন্ড পর্যন্ত। 

ফতুল্লায় টসে জিতে ব্যাটিং করতে নেমে আবাহনী রানের পাহাড় (৩৪৩/৫) গড়েছে। ব্যাটিং পাওয়ার প্লে-তে আবাহনী করেছে সাবধানী ব্যাটিং (৩৭/০)। শেষ পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়ে ৯২ রান যোগ করেছে। 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিস্ট 'এ' ক্যারিয়ারের দ্বাদশ এবং চলমান লিগে দ্বিতীয় সেঞ্চুরি (৮৪ বলে ৮ চার, ৬ ছক্কায় ১০১) উপহার দিয়েছেন। ৬১ বলে ফিফটির পর শান্ত করেছেন টি-২০ আমেজে ব্যাটিং। পরের ফিফটিতে লেগেছে তার মাত্র ২১ টি বল। যে ২১টি ডেলিভারির ৩টিকে বাউন্ডারি, ৪টিকে ছক্কায় পরিণত করেছেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে ৮২ বলে ১০০ রানে দিয়েছেন শান্ত নেতৃত্ব। এই ম্যাচে স্ট্রাইক রেটে মনযোগ দিয়ে ব্যাটিং করেছেন বিজয় (৫১ বলে ৪ চার, ৫ ছক্কায় ৬৮) এবং তাওহিদ হৃদয় (৪০ বলে ৩ চার, ৪ ছক্কায় ৫৮*)।

গাজী গ্রুপের শেখ পারভেজ হোসেন জীবন (২/৫০) ছাড়া অন্য বোলাররা করেছেন অমিতব্যয়ী বোলিং।

৩৪৪ রানের চ্যালেঞ্জে শুরুতেই ব্যাকফুটে নেমেছে গাজী গ্রুপ। স্কোরশিটে ৯৫ উঠতে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়েছে গাজী গ্রুপ। ৬ষ্ঠ উইকেট জুটি ৫১ রান যোগ করলেও বড় হার এড়াতে পারেনি গাজী গ্রুপ। আবাহনীর বাঁ হাতি স্পিনার রাকিবুল (৪/৪৪), অফ স্পিনার মোসাদ্দেক (২/৩৪) এবং পেসার তানজিম হাসান সাকিবের (২/৫৩) বোলিংয়ে ১৭২ রানে অল আউট হয়েছে গাজী গ্রুপ। 

টানা ১৩ ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়নশিপের আবহ পাচ্ছে আবাহনী (১৩ ম্যাচে ২৬ পয়েন্ট)। গাজী গ্রুপের সংগ্রহ সেখানে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন