মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ , ২১ শাওয়াল ১৪৪৫

খেলা
  >
ফুটবল

এভারেস্টের চূড়ায় বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ১৯ সেপ্টেম্বর , ২০২২, ১৯:২৮:২১

437
  • বাংলাদেশ নারী দলের উৎসব। ছবি-ইন্টারনেট

বাংলােদেশ ৩: নেপাল ১

হিমালয় কন্যারর দেশে পা রেখে এভারেস্টে ওঠার স্বপ্ন দেখেছে বাংলাদেশের মেয়েরা। সে স্বপ্ন সত্যি হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে এভারেস্টে পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আগের পাঁচটি আসরে একবারই কেবল ফাইনালের দেখা পেয়েছে বাংলাদেশ নারী দল। ২০১৬ সালে শিলিগুড়িতে অনুষ্ঠিত সেই ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে সেই হারের মধ্যেও ছিল প্রাপ্তি, সমৃদ্ধ ভবিষ্যতের হাতছানি। ৬ বছর পর সাফ নারী চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব অর্জনে ইতিহাস রচনা করেছে বাংলাদেশের মেয়েরা। 

মালদ্বীপকে ৩-০গোলে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশ নারী দলের। পরের ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েছে বাড়িয়ে সাবিনারা। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের পরাশক্তি, পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারতের দম্ভে বড় আঘাত হেনে ৩-০ গোলে জিতে ফেভারিটের জানান দিয়েছে বাংলাদেশ।

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে ট্রফি জয়ের নেশা পেয়েছে বাংলাদেশের মেয়েদের। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলে হারিয়ে ছিন্নভিন্ন করে ফাইনালে নেপালের পিলে চমকে দিয়েছে বাংলাদেশের মেয়েরা।

আগের পাঁচ আসরের মধ্যে ৪ বারের রানার্স আপ নেপালের বিপক্ষে অতীতে কখনো জিততে পারেনি বাংলাদেশ। সেই অতীত মুছে নতুন ইতিহাস রচনা করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে হিমালয়ের চূড়ায় পা রেখেছে বাংলাদেশ নারী দল।  

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোমবার (১৯ সেপ্টেম্বর) ফাইনাল শুরুর ঘণ্টা দুয়েক আগে ভারী বৃষ্টিতে মাঠ হয়ে যায় কর্দমাক্ত, ভারী। এই ভারী মাঠে স্বাভাবিক ছন্দে ফুটবল খেলা অসম্ভব হয়ে পড়ার কথা। তবে প্রাণান্ত চেষ্টায় মাঠের নিয়ন্ত্রণ নিয়ে প্রথমার্ধেই ব্যবধান নিশ্চিত করেছে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। 

মনিকা চাকমার পাশ থেকে দারুন প্লেসিংয়ে ১৪তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন শামসুন্নাহার (১-০)। ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানী সরকার (২-০)। তার বাঁ পায়ের নিখুঁত শটে গোলরক্ষকের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড।

দ্বিতীয়ার্ধে কাউন্টার অ্যাটাক থেকে বাংলাদেশের ডিফেন্সের ভুলে গোল হজম করে সাবিনারা। ম্যাচ পরিণত হয় ২-১ এ। ৭৭তম মিনিটে জয় নিশ্চিত করেন কৃষ্ণা রানী সরকার। তার দ্বিতীয় গোলে ৩-১ গোলের ব্যবধানে জিতে ল্যাপ অব অনার দিয়েছে সাবিনারা।

২৩ বছর আগে এই দশরথ স্টেডিয়ামে নেপালকে ১-০ গোলে হারিয়ে দক্ষিণ এশীয় গেমসের শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল জুয়েল রানা-আলফাজদের দল। সেই কাঠমান্ডুতেই এবার নতুন ইতিহাস রচনা করলো মেয়েরা। উড়ল বাংলাদেশের পতাকা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন