সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ , ২০ শাওয়াল ১৪৪৫

দেশ
  >
জাতীয়

ঈদকে কেন্দ্র করে ছুটির দিনে মার্কেটে ভিড়

নিউজজি প্রতিবেদক ২৯ মার্চ , ২০২৪, ১৭:৪৫:০৪

72
  • ঈদকে কেন্দ্র করে ছুটির দিনে মার্কেটে ভিড়

ঢাকা: রমজান মাসের ১৭ দিন পেরিয়ে গেছে, আসছে ঈদুল ফিতর। রাজধানীর সব মার্কেটে ভিড় বাড়তে শুরু হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) ছুটির দিন হওয়ায় নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলোতে দেখা গেছে প্রচুর ভিড়।

বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, পরিবারের সদস্যসহ নিজের জন্য পোশাক কিনতে আগেভাগেই মার্কেটে এসেছেন অনেকে। নিউমার্কেট ছাড়াও গাউছিয়া, চাঁদনীচক, মৌচাক, ইস্টার্ন প্লাজা, ফরচুন মার্কেটেও প্রচণ্ড ভিড় দেখা যায়। বড় বিপণি-বিতান এবং মার্কেটের ভেতরের দোকান থেকে শুরু করে ফুটপাত, ভ্রাম্যমাণ দোকানগুলোতেও ঈদের কেনাকাটা করতে ভিড় করছেন ক্রেতারা।

রোজার শুরু থেকেই ক্রেতাদের উপস্থিতিতে এবারের বিক্রি নিয়েও সন্তুষ্ট ব্যবসায়ীরা। ক্রেতাদের এমন সমাগম দেখে ঈদে ভালো বিক্রির আশা করছেন বিক্রেতারা।

তারা বলছেন, রোজার অর্ধেক পেরিয়ে যাওয়ায় আর ছুটির দিন হওয়ায় ক্রেতারা ভিড় করছেন। সেই সঙ্গে বাড়ছে বিক্রিও।এদিকে কয়েকজন ক্রেতা অভিযোগ করে জানান, সব পোশাকের দাম বেশি নিচ্ছে এবার বিক্রেতারা। ঈদ উপলক্ষ্যে কিনতে তো হবেই। সেজন্য বেশি দামেই পোশাক কিনছেন তারা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন