শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

অন্যান্য
  >
বিশ্বকাপ

শ্রীলঙ্কা থেকে সরে গেল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর

খেলা ডেস্ক ২১ নভেম্বর , ২০২৩, ১৭:৪২:৩৯

  • ছবি: ইন্টারনেট

২০২৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে আসরটি শ্রীলঙ্কা থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হবে আগামী ১৪ জানুয়ারি। আসরটি শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে আইসিসি লঙ্কান বোর্ডের সদস্য পদ স্থগিত করেছে। হস্তক্ষেপ মুক্ত করে লঙ্কান বোর্ডকে স্বাধীনভাবে কাজ করার জন্য সময় বেধে দিয়েছিল আইসিসি।

এখন পর্যন্ত  দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাতে ক্রিকবাজ জানিয়েছে, বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে যে, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে দেশটিতে নিয়ম অনুযায়ী ক্রিকেট চলবে।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন