রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

অন্যান্য
  >
বিশ্বকাপ

মাশরাফির উত্তর, তুমি কি আমাকে মেরে ফেলতে চাও

শামীম চৌধুরী, বার্মিংহাম থেকে ১ জুলাই , ২০১৯, ২২:৪৮:১০

  • ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে এজবাস্টনে দলের অনুশীলন।ছবি-শামীম চৌধুরী

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে সংসদ সদস্য হিসেবে বিশ্বকাপে খেলছেন মাশরাফি। ক্রিকেট ছেড়ে ক্রিকেটার এমপি  রাজণীতিতে এক সময়ে সক্রিয় হবেন। তা সবারই জানা। সে প্রস্তুতি নিয়েও ফেলেছেন মাশরাফি। 

ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজের শেষ ম্যাচকে সামনে রেখে তাই সংবাদ সম্মেলনে ভারতের বিশিষ্ঠ ক্রিকেট সাংবাদিক দ্য টেলিগ্রাফের প্রতিনিধি লোকেন্দ্র প্রতাপ শাহীর প্রশ্ন- 'আমরা কি আগামী ১০-১৫ বছর পরের প্রধানমন্ত্রীকে দেখতে পাচ্ছি ?'

এ প্রশ্নে মাশরাফি হাসতে হাসতে দিয়েছেন উত্তর-‌ 'তুমি কি আমাকে মেরে ফেলতে চাও।'  মাশরাফির এই উত্তরে সংবাদ সম্মেলন কক্ষে পড়েছে হাসির রোল। তার সংক্ষিপ্ত উত্তর যথেস্ট মনে হয়নি শাহীর। উত্তরের পেছনে পাল্টা প্রশ্ন-‌ 'কেন তুমি মেরে ফেলার কথা বলছ ? আমরা তো তোমার দীর্ঘায়ু কামনা করি। ক্যাপ্টেন,এটা তো প্রথম প্রশ্ন।' উত্তরে মাশরাফি বলেছেন-‌'অবশ্যই না।' অর্থাৎ কোনদিনই হতে চান না তিনি প্রধানমন্ত্রী।

২০০৪ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে অল রাউন্ড পারফরমেন্সে ( ৩৯ বলে ৩১ রান ও ২/৩৬) এবং ২০০৭ বিশ্বকাপে দারুন বোলিংয়ে (৪/৩৮) বাংলাদেশের বিস্ময় জয়ে মাশরাফি ম্যান অব দ্য ম্যাচ। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে রেকর্ডটাও তার দারুন। ১৯ ম্যাচে ২৩ উইকেট। সে কারনেই

 ভারতের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচের সামনে দাঁড়িয়ে দারুন অতীত তাকে নিয়ে গেছে নস্টালজিয়ায়। তবে প্রেক্ষাপটটা এখন ভিন্ন, তার নেতৃত্বে দলের যে কেউ ম্যান অব দ্য ম্যাচ হলে তাতেই তৃপ্তির নিশ্বাস ফেলবেন বলে জানিয়েছেন মাশরাফি-‌ওই দু'টি জয়ে অধিনায়ক ছিলেন সুমন ভাই ( হাবিবুল বাশার)। তিনি তখন আমাদের ৪-৫ জনকে নিয়ে গেম প্লান করেছিলেন। তাতে সফল হয়েছেন তিনি। এখন আমাকে পরিকল্পনা করতে হবে ৫-৬জনকে নিয়ে। যে কেউ ম্যান অব দ্য ম্যাচ হতে পারেন। এমনো তো হতে পারে সাকিব ম্যান অব দ্য ম্যাচ।' 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন