রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

জর্জ ফ্লয়েড মৃত্যুহীন প্রাণ

শহীদুল্লাহ ফরায়জী জুন ৬, ২০২০, ১৯:৪৬:৪৯

665
  • জর্জ ফ্লয়েড মৃত্যুহীন প্রাণ

আমার বিবেক এত বেশি হিংস্র

আমি শ্বাসরোধ করে মানুষ হত্যা করি

হত্যাই আমার পেশা

আমি মুন্ডু কেটে গড়িয়ে দেই

খেলার মাঠে

দেহের তাজা মাংস তুলে দেই

পাখির ঠোঁটে

জীবন্ত মানুষের বুকে

তুলে দেই বুট জুতা

অস্ত্রের ঝনঝনানিই

আমার বাদ্যযন্ত্র

আমি অবিরাম  ক্রোধে উন্মত্ত 

আমি ফন্দি করি নিদারুণ রক্তপাতের

আমি শিকারি কুকুর ছেড়ে দেই 

ভিড়ের ভিতর

এখন আমার জীবন অভিশপ্ত

অহংকার চূর্ণ বিচূর্ণ

এখন আমি ভীত সন্ত্রস্ত

ভয়ে থরথর

এখন আমার অধঃপতনের চিত্র

প্রদর্শিত হচ্ছে ঘরে ঘরে

নির্মম ভয়াবহতা আমাকে

পিষে দিচ্ছে পায়ের তলায়

হিংস্র নেকড়ে 

আমাকে তাড়িয়ে বেড়ায়

অদৃশ্য তরবারি খণ্ড বিখণ্ড

করে অহরহ

প্রতিনিয়ত দগ্ধ হই

জ্বলন্ত চুল্লিতে 

এখন আমি পরিহাস পূর্ণ

উত্তর গোলার্ধ থেকে দক্ষিণ গোলার্ধে

আমি এখন নরকের শেষ প্রান্তে।

৬ জুন, ২০২০

উত্তরা ঢাকা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন