রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

অশ্রু বিসর্জনের অধিকার

শহীদুল্লাহ ফরায়জী জুন ১০, ২০২০, ০১:২৩:৫৫

3K
  • অশ্রু বিসর্জনের অধিকার

নিঃশ্বাস নেবার অধিকার

স্বপ্ন দেখার অধিকার

বেঁচে থাকার অধিকার

আমি রাষ্ট্রের কাছে সারেন্ডার করেছি

শুধু অশ্রু বিসর্জনের অধিকার

আমার যেন থাকে

পিতা পুলিশের লাথিতে মরুক

বোনকে ধর্ষণের পর হত্যা করুক

চারিদিকে কান্নার রোল উঠুক

টুঁ শব্দটিও করবোনা

আমি প্রতিরোধের আগুন

ছুড়ে দিয়েছি আকাশে

অন্ধকার জ্বলতে থাকুক

দুঃখ বেদনায় নিমজ্জিত হয়ে

বুকফাটা কান্নার অধিকার

আমার যেন থাকে

মধ্য গগনের সূর্যের শপথ

আমাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিলেও

আমি প্রকাশ্যে কাঁদবোনা

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হবে বলে

পৃথিবীর আড়ালে তারার অলক্ষ্যে

লোকালয়ের বাইরে সংগোপনে

হৃদয় বিদীর্ণ করা কান্নার

অধিকারটুকু

আমার যেন থাকে।

৯জুন, ২০২০

উত্তরা, ঢাকা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন