রবিবার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১ , ৪ জিলকদ ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

অচেনা ছুটি

আবেদা সুলতানা জুলাই ২৬, ২০২১, ০৫:৩৮:৫০

3K
  • অচেনা ছুটি

চৈত্র  দিনের ঝরাপাতার পথে 

দিনগুলো মোর কোথায় গেলো

নিঃশ্বাসে নিঃক্ষত্রিয় তকমা তোলে, 

অচেনা ছুটির ছোঁয়া কে এনে দিলো।

চেনা ড্রয়িং রুমের চেনা অন্দরে

বালিশ তোশক কাঁথা পুরনো চাদরে,

 হুমায়ূনের কোন পুরানো নভেলে। 

 ইউনিভক্সে  ব্যাথা চুপিচুপি খেলা করে

বিকেল এখন এই শহরের রাস্তায় শুয়ে

হেলান দিচ্ছে শেষ বেলা,

ভাংগা দেওয়ালের গায়ে।

আমার সময় মেশে গোধূলির ধুসর অসীমে

পরে আসা বেলা এই নয়নের আকুলতা বুঝে  

জারুল গাছের গায়ে রোদ্দুর হেলেছে। 

ঢেলে দেয় সূর্যটা শেষ রং আকাশের গায়ে

বিকেলের কাছে ঝলসে যাওয়া

দুপুরের কান্না দিন লিপি জুুড়ে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন