সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ , ৫ জিলকদ ১৪৪৫

সাহিত্য
  >
কবিতা

ঈদের বাণী

আহাম্মদ কবীর হিমেল জুন ৩, ২০১৯, ১৭:১৭:০৯

24K
  • ছবি: সংগৃহীত

আত্ম শুদ্ধির সাধনা শেষে আসে খুশির ঈদ

ধনী-গরিবের ভেদাভেদ ভুলে গাইব সাম্যের গীত।

নতুন ভোরে নতুন পোশাকে চলো যাই ঈদের জামাতে

নব দিনের প্রতীক্ষায় শত্রুমিত্র আজ একই সারিতে।

কোলাকুলিতে প্রাণের সাথে প্রাণ মিশে যায়

আনন্দেরই খুশবো উড়ে আজ ঈদের হাওয়ায়।

জাকাত ফিতরার টাকাতে দেখি গরিবের ওই সুখ

সময়মতো আদায় করে উল্লাসে ভরে ধনীর বুক।

ঈদ মানে শত্রুতা ভুলে মায়ার বাঁধনে খুশির জোয়ার

খুলে দাও তুমি আজই তোমার হৃদয়ের সকল বন্ধ দুয়ার

ঈদের বাণী ছুঁয়ে যাক প্রতিটি শুদ্ধ প্রাণ

অনাবিল আনন্দের মাঝে চলো খুঁজে নেই জীবনের জয়গান।

.

.

.

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন